Do's and Don'ts on Mahalaya: মহালয়ায় ভুলেও এই কাজ নয়, আপনার সুখ কোথায় ভেসে যাবে, সাবধান হন, পালন করুন পুণ্য নিয়মে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Do's and Don'ts on Mahalaya: মহালয়াতে করুন এই বিশেষ কাজ! ভাগ্য ফিরবে সহজেই, ভুল কাজে ঢুকে যাবেন পাপের অন্ধকারে
advertisement
1/11

:বুধবার মহালয়াতে করুন এই কাজ ভাগ্যের হাল ফেরাবে। মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এই দিন কিছুটোটকা মেনে চলবেন এ বিষয়ে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানিয়েছেন মহালয়ার দিনে কী কী করা উচিত এবং কী করা উচিত নয়৷ Photo- Representative
advertisement
2/11
১) মহালয়ার দিন ব্রাহ্মণ ভোজন  করান। পাঁচ জন কিংবা সাত জন কে এদিন সেবা করান। এ ছাড়া দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ করুন কিংবা তাঁদের খাবার বা ফলদান করুন। Photo- Representative
advertisement
3/11
২) এছাড়া মহালয়ার এদিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। Photo- Representative
advertisement
4/11
৩) মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। Photo- Representative
advertisement
5/11
৪) মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর উপকারে লাগে এমন জিনিস দান করুন। Photo- Representative
advertisement
6/11
৫) মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। Photo- Representative
advertisement
7/11
কোন কোন কাজ করবেন না:১) এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই। Photo- Representative
advertisement
8/11
২) এই দিন কাউকে কিছু ধার দেবেন না। Photo- Representative
advertisement
9/11
৩) এই দিন বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করবেন না। Photo- Representative
advertisement
10/11
৪) যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তা হলে এই দিন কিনবেন না। Photo- Representative
advertisement
11/11
৫) বাড়িতে কোনও ভিখারি যদি এই দিন আসে, তা হলে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। এই কিছু কিছু নিয়ম মেনে চললেই মহালয়া থেকেই ফিরবে আপনার জীবনের হাল। Photo- Representative  Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Do's and Don'ts on Mahalaya: মহালয়ায় ভুলেও এই কাজ নয়, আপনার সুখ কোথায় ভেসে যাবে, সাবধান হন, পালন করুন পুণ্য নিয়মে
