Tulsi: বাড়ির মধ্যে তুলসী রাখেন তো? তছনছ হবে সব...! ভুল দিনে পাতা তুললে প্রিয়জনের বড় ক্ষতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tulsi Gach: কিছু কাজ রয়েছে, যেখানে তুলসী পাতা ব্যবহার করলে ভগবান এতটাই রুষ্ট হন, সেখানে উপকারের পরিবর্তে মারাত্মক ক্ষতি হতে পারে কারও জীবনে।
advertisement
1/6

*তুলসী গাছের উপকারের কথা কারও অজানা নয়। এই গাছের সংস্পর্শে এলে নানা উপকার পাওয়া যায়, এ কথা একদমই ঠিক। তবে এমন কিছু কাজ রয়েছে, যেখানে তুলসী পাতা ব্যবহার করলে ভগবান এতটাই রুষ্ট হন, সেখানে উপকারের পরিবর্তে মারাত্মক ক্ষতি হতে পারে কারও জীবনে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*শিব ঠাকুরের পুজোয় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। শাস্ত্র মতে, মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না, এতে মহাদেব রুষ্ঠ হন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*বিশেষ কিছু দিনে তুলসি পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, একাদশী, রবিবার, সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় ভুলেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এতে দেবী তুলসী বেজায় ক্ষুন্ন হন! তাঁর অভিশাপে জটিল কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় বেড়ে! এমনকী, কাছের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। শাস্ত্রে উল্লেখ রয়েছে, কোনও এক সময়ে শ্রী গণেশ এবং দেবী তুলসীর মধ্যে বিবাদ হয়েছিল। তাই গণেশ পুজোয় কখনও তুলসী পাতা ব্যবহার করা হয় না। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*বাড়ির ভিতরে কখনও তুলসী পাতা রাখবেন না। কথিত রয়েছে, ভগবান বিষ্ণু দেবী তুলসীকে আশীর্বাদ করেছিলেন, তিনি প্রতিটি গৃহস্থের বাড়িতে জায়গা করে নেবেন। আর যাঁরাই বাড়িতে তুলসী গাছ নিয়ে আসবেন, তাঁদের উপর সারা জীবন ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*কিন্তু ভুলেও তুলসি গাছ বাড়ির ভিতরে রাখবেন না! কারণ তাতে তুলসী জল, তাপের অভাবে পাতা শুকিয়ে মারা যায় অনেকক্ষেত্রে। আর তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi: বাড়ির মধ্যে তুলসী রাখেন তো? তছনছ হবে সব...! ভুল দিনে পাতা তুললে প্রিয়জনের বড় ক্ষতি