Tulsi Vastu Tips 2023: তুলসী গাছের কাছে কখনওই রাখবেন না এঁদের ছবি! ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছের কাছাকাছি জুতো কোনওক্রমেই রাখা উচিত নয়। এতে পরিবারের সদস্যেরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
advertisement
1/7

যে কোনও সংসারের সুখ-শান্তি-সমৃদ্ধির উপরে সেই বাড়িতে থাকা তুলসী গাছের গুরুত্ব অপরিসীম৷ বাস্তুবিদেরা বলে থাকেন, তুলসী গাছের নিয়মিত যত্ন নেওয়া উচিত৷ তুলসী মঞ্চে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজো করলে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন৷
advertisement
2/7
কিন্তু, আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছি, যাঁরা বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত তুলসী পূজার গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানি না। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু জিনিস রয়েছে যে গুলো কোনও ভাবেই কখনও তুলসী গাছের কাছাকাছি রাখা উচিত নয়৷ তাতে ভয়ঙ্কর বিপদ নেমে আসে সংসারে৷
advertisement
3/7
ক্যাকটাস: তুলসী গাছের কাছে কখনওই ক্যাকটাস, অর্থাৎ, কাঁটা জাতীয় গাছ রাখা উচিত নয়৷ এতে সংসারে নেতিবাচকতা বাসা বাঁধে৷ ইতিবাচক পরিবেশ দূর হয়৷ এছাড়া, ছাদেও তুলসী গাছ রাখা উচিত নয়৷
advertisement
4/7
শিব লিঙ্গ: বাস্তুশাস্ত্র অনুসারে, মহাদেবের ছবি বা শিব লিঙ্গ ভুল করেও তুলসী গাছের কাছে রাখা উচিত নয়।
advertisement
5/7
গণেশের মূর্তি: তুলসী গাছের কাছে কখনওই গণেশের মূর্তি রাখা উচিত নয়৷ লক্ষ্য করে দেখবেন, গণেশের পুজোতেও তুলসী পাতা নিবেদন করা হয় না।
advertisement
6/7
ঝাড়ু: ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভুলবশত-ও কখনও তুলসী গাছের কাছে ঝাড়ু রাখা উচিত নয়। তুলসী গাছ পবিত্র এবং পুজনীয়। লৌকিক বিশ্বাস, তুলসী গাছের কাছে ঝাড়ু রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসে।
advertisement
7/7
জুতা: বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছের কাছাকাছি জুতো কোনওক্রমেই রাখা উচিত নয়। এতে পরিবারের সদস্যেরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ বিষয়গুলি মানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips 2023: তুলসী গাছের কাছে কখনওই রাখবেন না এঁদের ছবি! ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে