জুতো-চপ্পল উল্টে থাকলে কি অশুভ? একটা ভুলে জীবনে সমস্যার শেষ থাকবে না
- Published by:Suman Majumder
Last Updated:
shoes upside down affects: জুতো উল্টে থাকলে কী হয়! জেনে নিন। মেনে চললে শনিদেবতার প্রকোপ থেকে বাঁচা যায়।
advertisement
1/5

অনেক সময় আমরা বাইরে থেকে এসে বাড়ির উঠোনে বা দরজার সামনে জুতো খুলে রাখি। অনেক সময় খেয়াল করি না যে জুতো খুলে রাখার সময় সেটি উল্টে গিয়েছে।
advertisement
2/5
জ্যোতিষ মত বলছে, জুতো উল্টে থাকলে জীবনে সমস্যা শুরু হতে পারে। কারণ এক্ষেত্রে শনিদেবতা ক্ষুব্ধ হতে পারেন।
advertisement
3/5
শনিদেবতা রুষ্ট মানে জীবনে উন্নতিতে বাধা, স্বাস্থ্যহানি, আর্থিক ক্ষতি। ফলে বাড়িতে কোনওভাবেই যেন চটি বা জুতো উল্টে না থাকে, সেটা খেয়াল রাখা উচিৎ।
advertisement
4/5
বাইরে থেকে ঘুরে এসে কখনও চটি বা জুতো পরে সরাসরি ঘরে প্রবেশ করাও উচিৎ নয়। বাস্তুমতে, জুতোর রাখার কোনও বিশেষ জায়গা বাড়িতে থাকে উচিৎ।
advertisement
5/5
জ্যোতিষ মতে, কখনও অন্য কারও চটি বা জুতোয় পা গলাতে নেই। এতে সেই ব্যক্তির দুঃখ, দুর্দশার দায় আপনার উপর পড়তে পারে। এছাড়া জুতো চুরি করা একেবারেই ঠিক নয়।