বিছানায় বসে খাবার খান? রান্নাঘরে খেলেও অজান্তেই বাড়ছে 'পাপ'! বাড়ির পাঁচ জায়গায় খাবার খেলেই ঘটে যাবে সর্বনাশ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ব্যস্ত জীবনে অনেক সময়েই খাওয়ার টেবিলে বসে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। কাজে বেরোনোর তাড়ায় আমরা অনেক সময় সুবিধামতো জায়গায় বসে কোনওমতে খাওয়াদাওয়া করে বেরিয়ে যাই। কিন্তু, এই কাজ করা মোটেও উচিত নয়।
advertisement
1/7

ব্যস্ত জীবনে অনেক সময়েই খাওয়ার টেবিলে বসে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। কাজে বেরোনোর তাড়ায় আমরা অনেক সময় সুবিধামতো জায়গায় বসে কোনওমতে খাওয়াদাওয়া করে বেরিয়ে যাই। কিন্তু, এই কাজ করা মোটেও উচিত নয়।
advertisement
2/7
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বাস্তুশাস্ত্রে যেমন ঘর সাজানোর নানা কথা বলা হয়েছে, তেমনই ঘরের কোথায় বসে খাওয়া উচিত নয় তা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই শাস্ত্র মতে বাড়ির পাঁচ জায়গায় বসে মোটেও খাওয়া উচিত নয়। এতে বাস্তুর অকল্যাণ হয়। একই সঙ্গে ভাগ্যের অবনতিও ঘটে।
advertisement
3/7
কোন কোন জায়গায় বসে খাওয়া দাওয়া করা উচিত নয়-দরজার কাছে- বেরোনোর যতই তাড়া থাকুক, দরজার কাছে দাঁড়িয়ে বা বসে খাওয়া একদমই উচিত নয়। কথিত রয়েছে, দরজায় মা লক্ষ্মীর বসবাস। সেখানে বসে খাওয়ার অর্থ হল, মা লক্ষ্মীর অপমান করা। তাই এই কাজ করা থেকে বিরত থাকতে হবে।
advertisement
4/7
ঠাকুরঘরে- ঠাকুরের ভোগ হোক বা সাধারণ খাবার, কোনও কিছুই ঠাকুরের ঘরে বসে গ্রহণ করা উচিত নয়। এতে ঘরের সুখশান্তি নষ্ট হয়, বাড়ির সুখসমৃদ্ধিও কমে যায়।
advertisement
5/7
বিছানায় বসে- বিছানায় বসে খাওয়া অত্যন্ত অশুভ। এতে আর্থিক ক্ষতি হয়। স্বাস্থ্যের অবনতি হয়।
advertisement
6/7
নোংরা জায়গায়- খাবার জায়গা নোংরা, অগোছালো এবং অপরিষ্কার রাখা চলবে না। খাবার টেবিল সবসময় গুছিয়ে রাখতে হবে। নয়ত মা লক্ষ্মী রুষ্ট হন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বিছানায় বসে খাবার খান? রান্নাঘরে খেলেও অজান্তেই বাড়ছে 'পাপ'! বাড়ির পাঁচ জায়গায় খাবার খেলেই ঘটে যাবে সর্বনাশ