Saraswati Puja Dos and Donts: সরস্বতী পুজোর দিন কিছু কাজ কিছুতেই করবেন না, ক্ষতি হতে পারে সন্তানের পড়াশোনায়, দেবীর চরম রোষে নানা ক্ষতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Saraswati Puja Dos and Donts: সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে, যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই। এতে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়
advertisement
1/14

*শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতী। শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে, যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই। এতে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সরস্বতী পুজোয় কোন কোন কাজ করবেন না? জানুন... সংগৃহীত ছবি।
advertisement
2/14
*বসন্ত পঞ্চমীকে হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন বলে মনে করা হয়। এই দিনটি শ্রী পঞ্চমী নামেও পরিচিত। দেবী সরস্বতীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো হয় অনেক জায়গাতেই। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/14
*২০২৫ সালে বসন্ত পঞ্চমী পড়ছে ২ ফেব্রুয়ারি। কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে কোন কাজটি আপনাকে শুভ ফলাফল দিতে পারে সে সম্পর্কে তথ্য রইল। সংগৃহীত ছবি।
advertisement
4/14
*সরস্বতী পুজোর দিন কোনও ভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনও গাছ কাটা উচিত নয়। এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুবই শুভ মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/14
*সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটা উচিৎ নয়। যদি খুব প্রয়োজন হয়, তা হলে আগের বা পরের দিন কেটে নিতে পারেন। সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই। সংগৃহীত ছবি।
advertisement
6/14
*পুজোর সময় প্রদীপ জ্বালাতে হবে, তা যেন কোনওভাবে পুজো চলাকালীন নিভে না যায় সে দিকে বিশেষ নজর দিতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। সংগৃহীত ছবি।
advertisement
7/14
*এ দিন কোনও ভাবেই কাউকে কু-কথা বলা উচিৎ নয়। কারণ এই পুজোর সময় সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন। তাই কাউকেই কুকথা বলা উচিৎ নয়। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরুন। অন্য রঙের বস্ত্র পরার প্রয়োজন নেই। সংগৃহীত ছবি।
advertisement
8/14
*বসন্ত পঞ্চমীর দিনে ৫ কাজ অবশ্যই করবেন। এই পাঁচ কাজ করলে কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। সংগৃহীত ছবি। সংগৃহীত ছবি।
advertisement
9/14
*বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করলে উপকার পাওয়া যায়। সেই সঙ্গে এদিন দেবী সরস্বতীকে মোদক, ফুল, মিষ্টি ভাত এবং হলুদ ফুল অর্পণ করা উচিত। এই ছোট পদক্ষেপটি শিক্ষা ক্ষেত্রে আপনার সমস্যা দূর করবে। সরস্বতী মাতার কৃপায় আপনি প্রজ্ঞা, জ্ঞান লাভ করবেন। সংগৃহীত ছবি। সংগৃহীত ছবি।
advertisement
10/14
*শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করি। সংগৃহীত ছবি।
advertisement
11/14
*শিক্ষার পাশাপাশি কর্মজীবনে সাফল্য পেতে হলে মাতা সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হল--- "ওম সরস্বত্যায়ী নমঃ/ ওঁ হৃম আইন হৃম সরস্বত্যায়ী নমঃ/ ওঁ আইন হৃম ক্লিম মহাসরস্বতী দেবৈ নমঃ/ ওঁ ভুভুব স্বাঃ সরস্বতী দেবৈ ইহগাছা ইহ তিষ্ঠ।" সংগৃহীত ছবি।
advertisement
12/14
*বসন্ত পঞ্চমীর দিন দান করাও খুব পুণ্যের। এদিন শিক্ষার সঙ্গে সম্পৃক্ত জিনিস দান করা উচিত। আপনি যদি এই দিনে অভাবী বাচ্চাদের পেন্সিল, কলম, বই, নোটবুক ইত্যাদি দান করেন তবে দেবী সরস্বতীর কৃপায় আপনি শিক্ষা এবং কর্মজীবনে অগ্রগতি হবে। সংগৃহীত ছবি।
advertisement
13/14
*শিক্ষা এবং কেরিয়ারের পাশাপাশি এই দিনে একটি প্রতিকারও করা হয়, যা পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। আপনাকে যা করতে হবে তা হ'ল বিবাহিত মহিলাকে শৃঙ্গার উপহার দেওয়া। এতে করে দাম্পত্য জীবন সুখের হয়। সংগৃহীত ছবি।
advertisement
14/14
*সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়। তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে, যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই। এতে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। (Disclaimer: এখানে যে তথ্য দেওয়া হয়েছে তা ধর্মীয় বিশ্বাস ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে লেখা। এর জন্য কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। নিউজ ১৮ বাংলা এই বিষয়ের সত্যতার প্রমাণ দেয় না।) সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja Dos and Donts: সরস্বতী পুজোর দিন কিছু কাজ কিছুতেই করবেন না, ক্ষতি হতে পারে সন্তানের পড়াশোনায়, দেবীর চরম রোষে নানা ক্ষতি