TRENDING:

Dhanteras 2023 Vastu Tips: ধনতেরসে ভুল করেও এই ৫ ধরনের জিনিস কিনবেন না! বাস্তুদোষে তছনছ হবে বাড়ি, পথের ভিখারি হবেন

Last Updated:
Dhanteras 2023: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ আগামী ১০ নভেম্বর ২০২৩ তারিখে এই বছর ধনতেরস উৎসব উদযাপিত হবে।
advertisement
1/9
ধনতেরসে ভুল করেও এই ৫ জিনিস কিনবেন না!বাস্তুদোষে তছনছ হবে বাড়ি, পথের ভিখারি হবেন
*প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনত্রয়োদশী বা ধনতেরস পালিত হয়। এই দিনে ভগবান কুবের, দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আরাধনা করলে ধন-সম্পদ বৃদ্ধি পায়। এমনটা বিশ্বাস করা হয় ধনতেরসের দিন রীতি অনুযায়ী পূজা করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ভক্তদের ওপর বর্ষিত হয় এবং ভক্তদের ধন-সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*এ দিনে সোনা, রুপো, বাসনপত্র-সহ আরও অনেক কিছু কেনা খুবই শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ আগামী ১০ নভেম্বর ২০২৩ তারিখে এই বছর ধনতেরস উৎসব উদযাপিত হবে। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*ধনতেরসের দিনে দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, কুবেরের রীতি অনুযায়ী পুজো করা উচিত। সনাতন ধর্মে, ধনতেরসের দিনে কেনাকাটা করা খুব শুভ বলে মনে করা হয়, তাই ধনতেরসের দিনে বিপুল সংখ্যক মানুষ নানা জিনিস কেনাকাটা করেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার পণ্ডিত শম্ভুনাথ চৌবে জানিয়েছেন, সনাতন ধর্মে ধনতেরসের বিশেষ গুরুত্ব রয়েছে। এ দিন দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং ভগবান কুবেরের আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীদেবী পিতলের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনে পিতলের পাত্র কেনার গুরুত্ব বেশি। পিতলের পাত্র কিনলে ঘরে সৌভাগ্য আসে এবং পরিবারের সদস্যরা সুস্বাস্থ্যের অধিকারী হয়। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*অন্যান্য বিশ্বাস অনুসারে, দ্রৌপদীকে বর হিসেবে একটি পিতলের অক্ষয়পত্র দেওয়া হয়েছিল। এমনটিও বিশ্বাস করা হয় যে দেব-দেবীদের নিবেদন করা জিনিস যেহেতু কেবল পিতলের পাত্রে রাখা হয় তাই এটি শুভ। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*পণ্ডিত শম্ভুনাথ চৌবে জানান, ধনতেরস উপলক্ষে সোনা ও রুপো কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে এইদিনে যে জিনিসই কেনা হোক তা ১৩ গুণ বৃদ্ধি পায়। তাই বাসনপত্রের পাশাপাশি অনেকে সোনা-রুপোও কেনেন। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*এই দিনে ইস্পাত, প্লাস্টিক, লোহা এবং ধারালো এবং সূক্ষ্ম জিনিস ক্রয় করা শুভ বলে মনে করা হয় না। ধনতেরসের দিন তেল বা তেলজাতীয় পণ্য যেমন ঘি, পরিশোধিত দ্রব্য ইত্যাদিও গ্রহণ করা উচিত নয়। তাই ধনতেরসের আগেই তেল, ঘি ইত্যাদি কেনা উচিত বলে বিশ্বাস করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*ধনতেরসের দিন ভুল করেও ছুরি, কাঁচি, সূচের মতো ধারালো জিনিস কেনা উচিত নয়। কথিত আছে যে এই দিনে ধারালো ও সূক্ষ্ম বস্তু ক্রয় করলে গৃহ বাস্তু দোষে দুষ্ট হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2023 Vastu Tips: ধনতেরসে ভুল করেও এই ৫ ধরনের জিনিস কিনবেন না! বাস্তুদোষে তছনছ হবে বাড়ি, পথের ভিখারি হবেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল