Diwali Astro Tips 2023: ভুলেও ‘ভুল’ সংখ্যার প্রদীপ জ্বালাবেন না, হবে মারাত্মক ক্ষতি, জেনে নিন কোন দিন কটা প্রদীপ জ্বালাবেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Diwali Astro Tips 2023: পাঁচ দিন ধরে চলে দীপাবলি উৎসব। তাই একে পাঁচ দিনের আলোর উৎসবও বলা হয়।
advertisement
1/10

১০ নভেম্বর ধনতেরসের মধ্য দিয়ে শুরু হল পাঁচ দিনের দীপোৎসব। প্রদীপ ও আলোর এই উৎসবে ধনতেরাস, ছোট দীপাবলি, দীপাবলি এবং গোবর্ধন পুজোয় প্রদীপ জ্বালানোর গুরুত্ব রয়েছে।
advertisement
2/10
পাঁচ দিন ধরে চলে দীপাবলি উৎসব। তাই একে পাঁচ দিনের আলোর উৎসবও বলা হয়। শুরু হয় ধনতেরসের দিন থেকে। এর সঙ্গে ছোট দিওয়ালি বা নরক চতুর্দশী হয়, যাকে বাঙালিরা ভূত চতুর্দশীও বলেন৷ দিওয়ালি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটাও এই পর্বেই পালিত হয়।
advertisement
3/10
আলোর উৎসব দীপাবলিতে আলোর বিশেষ গুরুত্ব রয়েছে। তবে ছোট দীপাবলি, ধনতেরাস, বড়ি দীপাবলি এবং গোবর্ধন পুজোয় প্রদীপ জ্বালানোর সংখ্যা আলাদা আলাদা হয়। কারণ ভুল সংখ্যক প্রদীপ জ্বালানো হলে তা ক্ষতি আনতে পারে পরিবারে৷ আলোর উৎসবে কোন দিন কতগুলি প্রদীপ জ্বালানো শুভ।
advertisement
4/10
ধনতেরাস: ধনতেরসের দিন থেকে শুরু হয় পাঁচ দিনের আলোর উৎসব। এই দিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হবে। কথিত আছে যে ধনতেরাসের দিন ১৩ টি প্রদীপ জ্বালানো হয়, বাড়ির মূল প্রবেশদ্বারে তা রাখতে হয়।
advertisement
5/10
এছাড়াও, একটি পুরানো পাত্রে৪টি বাতি রেখে সরষের তেল দিয়ে জ্বালিয়ে দিন। ঘরের বাইরে দক্ষিণ দিকে রাখতে হবে। একে যম দ্বীপ বলে।
advertisement
6/10
ছোটি দিওয়ালি: ছোট দীপাবলি বলুন নরক চতুর্দশী বলুন, বা ভূত চতুর্দশীতে ঠাকুরের সামনে ৫ টি মাটির প্রদীপ জ্বালান। তারপর ঘরের বিভিন্ন জায়গায় রাখুন।
advertisement
7/10
আপনি ৭, ১৪ বা ১৭ অর্থাৎ বিজোড় সংখ্যক প্রদীপ জ্বালান৷ তাহলেই বিপদ দূরে সরে যাবে৷ আসবে সমৃদ্ধি৷
advertisement
8/10
দিওয়ালি: এই দিনে লোকেরা দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে এবং অমাবস্যার রাতের অন্ধকারকে আলোকিত করতে প্রদীপ জ্বালান। এই দিনে ১৩ বা ২৬ টি প্রদীপ জ্বালান৷ এই ৪টি বাতির বাতিও জ্বালান। এই বাতিটি সারা রাত যাতে জ্বলে সেই চেষ্টা করুন৷
advertisement
9/10
গোবর্ধন পূজা: দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো হয়৷ যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়। এই দিনে, শুভ সময়ে বাড়িতে বিজোড় সংখ্যক প্রদীপ জ্বালানো উচিত। গোবর্ধন পূজায় ৫, ৭, ১১ ইত্যাদি বিজোড় সংখ্যায় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়।
advertisement
10/10
ভাই ফোঁটা: এটি ভাই-বোনের সম্পর্কের উদযাপনের উৎসব। এই দিন, সন্ধ্যায়, যমরাজের জন্য বাড়ির বাইরে একটি ৪ বাতির প্রদীপ জ্বালান এবং প্রদীপটি দান করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diwali Astro Tips 2023: ভুলেও ‘ভুল’ সংখ্যার প্রদীপ জ্বালাবেন না, হবে মারাত্মক ক্ষতি, জেনে নিন কোন দিন কটা প্রদীপ জ্বালাবেন