Diwali 2024 Astro Tips: দীপাবলির দিন ভুলেও করবেন না 'এই' কাজ! ক্ষুব্ধ হন মা লক্ষ্মী, পিছু ছাড়বে না অভাব-অনটন! জানুন জ্যোতিষ পরামর্শ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Diwali 2024 Astro Tips: দীপাবলি পুজোর সময় কী করা উচিত নয় তা জানা সবার আগে জরুরি। কারণ দীপাবলি পুজোর সময় এই ভুল এড়িয়ে না চললেই বিপদ হতে পারে৷
advertisement
1/7

আর কয়দিন পরেই দীপাবলি উৎসব।তবে দীপাবলির আগে ভুলেও করবেন না এই কাজ। জ্যোতিষ শাস্ত্র মতে এই দীপাবলির আগে ভুলেও করবেন না এই কাজ।
advertisement
2/7
বিশিষ্ট জ্যোতিষী মোবাইলে পূবালী গুহ শাস্ত্রী জানান ,কালীপুজো এসেই গেল। আগামী বৃহস্পতিবার কালীপুজো এবং আলোর উৎসব দীপাবলি। তার আগে মোটেই এ সমস্ত কাজগুলো করা থেকে বিরত থাকুন।
advertisement
3/7
১) সকালে দেরি করে ঘুম থেকে ওঠা: দীপাবলির সপ্তাহে দেরি করে ঘুম থেকে ওঠা অনুচিত। সূর্যোদয়ের আগে শয্যাত্যাগ করা উচিত।
advertisement
4/7
২) ধূমপান করা: দীপাবলির সময়ে মদ্যপান কিংবা ধূমপান করার কাজ দেবী লক্ষ্মীকে রুষ্ট করে। তাতে আপনার আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। কাজেই দীপাবলির সপ্তাহে কোনও রকম নেশা করা থেকে বিরত থাকুন।
advertisement
5/7
৩) গুরুজনদের অসম্মান করা: শাস্ত্রে গুরুজনদের সর্বদাই সম্মান করতে বলা হয়েছে। কিন্তু দীপাবলির আগে-পরে বড়দের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করা প্রয়োজন।
advertisement
6/7
৪) ঝগড়া বা বিবাদ না করা: দীপাবলির সময়ে অন্যদের সঙ্গে ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়া একেবারেই অনুচিত। নিজেকে খুশি রাখার পাশাপাশি অন্যদের আনন্দকে সুনিশ্চিত করাও আপনার দায়িত্ব।
advertisement
7/7
৫) ঘরবাড়ি অপরিষ্কার রাখা: শাস্ত্র মতে, মা লক্ষ্মী এমন একজন দেবী যিনি অপরিচ্ছন্নতা কোনও মতেই সহ্য করতে পারেন না। কাজেই যদি লক্ষ্মীর কৃপালাভ করতে হয়, তা হলে দীপাবলির সময় নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diwali 2024 Astro Tips: দীপাবলির দিন ভুলেও করবেন না 'এই' কাজ! ক্ষুব্ধ হন মা লক্ষ্মী, পিছু ছাড়বে না অভাব-অনটন! জানুন জ্যোতিষ পরামর্শ