Diwali 2023: দীপাবলিতে মালামাল হবে এই ৫ রাশি! হবে টাকার বৃষ্টি, ধন-সম্পদে ভরবে ঘর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দীপাবলি ৫ রাশি জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে, বলে জানিয়েছেন শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
advertisement
1/6

১২ নভেম্বর দীপাবলি। এই সময়টি ৫ রাশি জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মেষ রাশি ও ধনু রাশি-সহ ৫টি রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। ঘরে আসবে টাকা , জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে, বলে জানাচ্ছেন শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
advertisement
2/6
মেষ রাশি: দীপাবলিতে এই রাশির জাতকরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। সম্মান বৃদ্ধি পাবে। কাজের প্রশংসা পাবেন এবং খ্যাতি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও লাভবান হবেন। মূল্যবান উপহারও পেতে পারেন। ঘরে সুখ-শান্তি বজায়। পারিবারিক জীবনও সুখের হবে। তবে মন শান্ত রেখে কাজ করতে হবে। পাশাপাশি আপনার কথা-বার্তা ও অন্যের সঙ্গে ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
advertisement
3/6
বৃষ রাশি: এই বছর দীপাবলি এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দ বৃদ্ধি পাবে। বড় আর্থিক সুবিধা পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে বিপুল পরিমাণে আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকেও উপকার পাবেন। কাজে সাফল্য পাবেন। বিবাহিতদের জীবনে সুখবর আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে।
advertisement
4/6
ধনু রাশি: এই দীপাবলি ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। দেবী লক্ষ্মীর কৃপায় আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। পুরোনো বিবাদ মিটে যাওয়ার কারণে পরিবারে সুখ বজায় থাকবে। মন থেকে তিক্ততা দূর হবে। সম্পদ বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে মজায় দিনটি কাটবে।
advertisement
5/6
মকর রাশি:মকর রাশির জাতিক-জাতিকাদের জন্য খুবই শুভ হবে এই দিনটি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা আর্থিক দিক থেকে অনেক সুবিধা পাবেন। লাভের নতুন সুযোগ পাবেন। অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হবে। যদি আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মজীবনে ইতিবাচক প্রচাব পড়তে পারে। আপনার পদ ও সুনাম বৃদ্ধি পাবে। দীপাবলিতে মূল্যবান উপহার লাভ করবেন।
advertisement
6/6
মীন রাশি: আর্থিকভাবে লাভবান হবেন। পুরানো আটকে থাকা টাকা পাওয়া যাবে, ফলে আপনার মনের অশান্তি দূর হবে। সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। হঠাৎ আর্থিক লাভের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে।(Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diwali 2023: দীপাবলিতে মালামাল হবে এই ৫ রাশি! হবে টাকার বৃষ্টি, ধন-সম্পদে ভরবে ঘর