Astro Tips: প্রতারণা করার আগে একবারও ভাবে না এই রাশির জাতক-জাতিকারা! প্রেম করার আগে সাবধান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সিংহ রাশির জাতক বা জাতিকা যদি মনে করেন, তাদের ঠিক মতো মূল্য দেওয়া হচ্ছে না। এরা বিশ্বাস ভাঙতেও দুবার ভাবে না।
advertisement
1/5

প্রেমে প্রতারণা সহ্য করা খুবই কঠিন৷ প্রতারণার কোনও জাতি হয় না৷ তবে জ্যোতিষ কিন্তু অন্য কথা বলে। জাতক-জাতিকার রাশিচক্র বিচার করলে তারা প্রেমের ব্যাপারে কেমন হবে তার আভাস পাওয়া যায়। সতর্ক থাকলে প্রতারিত হওয়া এড়ানো যেতে পারে। কোন ৫টি রাশির মানুষ প্রেমে বেশি প্রতারণা করে জানেন? এর মধ্যে প্রথমেই আসে মেষ৷ এরা প্রেমে থাকতে ভালবাসেন। কিন্তু খুব আবেগপ্রবণ। এরা যদি মনে করেন, তাঁদের কিছু তাই। এরা সেটে পেয়ে ছাড়েন। সম্পর্কে থাকাকালীন এঁদের যদি কাউকে পছন্দ হয় এঁরা দুবার ভাববেন না প্রতারণা করতে। আবেগে ভেসে গিয়ে এঁরা সম্পর্কে প্রতারণা করতে দুবার ভাবে না।
advertisement
2/5
মিথুন (২১ মে-২১ জুন): এরা কিছু ক্ষেত্রে বেশ হঠকারী। প্রেমের সম্পর্কে এরা সঠিক মনোযোগ না পেলে অন্য কারও সঙ্গে সম্পর্কে চলে যেতে দুবার ভাবে না। অন্যান্য ক্ষেত্রেও এরা নিজের মনের মর্জি। তাই বিশ্বাস ভাঙতে দুবার ভাবে না।
advertisement
3/5
সিংহ (২৩ জুলাই-২২অগাস্ট): এরা আকর্ষণের কেন্দ্রে থাকতে পছন্দ করেন। এরা জেদি, আত্মবিশ্বাসী। এরা আলোচনার কেন্দ্রে থাকার জন্য যা খুশি তাই করতে পারে। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি মনে করেন, তাদের ঠিক মতো মূল্য দেওয়া হচ্ছে না। এরা বিশ্বাস ভাঙতেও দুবার ভাবে না।
advertisement
4/5
তুলা(২৩ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): এরা সামাজিক এবং বহির্মুখী। এরা এমনিতেই একাধির মানুষের সঙ্গে ফ্লার্ট করতে পছন্দ করে। একজন মানুষের সঙ্গে এরা সেভাবে দীর্ঘদিন থাকতে পারে না। তাই এরা সম্পর্কে থেকেও অন্য নানা পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্র রাখেন। এরা এটিকে কোনও দোষ বলেও মনে করেন না। এরা বিষয়টিকেই স্বাভাবিক বলে মনে করেন।
advertisement
5/5
মীন (১৮ ফেব্রুয়ারি-২০ মার্চ): এরা এমনিতে বেশ আবেগপ্রবণ হয়। প্রেমিক প্রেমিকা হিসেবেও ভাল। কিন্তু এরা বিশ্বাস ভাঙে সবার প্রথমে। মনের মতো কিছু না হলে এই রাশির মানুষ সবার প্রথম বিশ্বাস ভাঙে। কিন্তু এরা এত নিখুঁত ভাবে আপনাকে ঠকাবে আপনি ধরতে পারবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: প্রতারণা করার আগে একবারও ভাবে না এই রাশির জাতক-জাতিকারা! প্রেম করার আগে সাবধান