Dhanteras 2023: ধনতেরস থেকে দীপাবলিতে মালামাল হবে এই ৬ রাশি! এইসব জিনিস কিনলেই সোনায় মুড়বে কপাল, আসবে সমৃদ্ধি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ধনতেরস দিয়ে শুরু হবে শুভ সময়ের চলবে দীপাবলি পর্যন্ত। এই পুরো সময়টি কেনাকাটার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি রাশি মিলিয়ে কেনেন তবে শুভ ফল পাবেন বলে জানিয়েছেন, কাশীর জ্যোতিষী, স্বামী কানহাইয়া মহারাজ।
advertisement
1/8

ধনতেরস দিয়ে শুরু হবে শুভ সময়ের চলবে দীপাবলি পর্যন্ত। এই পুরো সময়টি কেনাকাটার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই সোনা ও রূপোর জিনিস কিনে থাকেন। আবার অনেকে পিতল বা অন্য নানা ধরনের বাসন পত্র কিনে থাকেন। কিন্তু এভাবে না কিনে যদি রাশি মিলিয়ে কেনেন তবে শুভ ফল পাবেন বলে জানিয়েছেন, কাশীর জ্যোতিষী, স্বামী কানহাইয়া মহারাজ।
advertisement
2/8
কাশীর জ্যোতিষী, স্বামী কানহাইয়া মহারাজ বলেছেন, ধনতেরস থেকে দীপাবলি পর্যন্ত মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশির-সহ ৬টি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। তাঁরা রাশি মিলিয়ে জিনিস কিনলে তাঁদের জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
advertisement
3/8
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকারা এই দিনে সোনা বা তামার তৈরি পাত্র বা জিনিস কিনতে পারেন। এতে ঘরে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে।
advertisement
4/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা ধনতেরস থেকে দীপাবলীর মধ্যে নতুন জামাকাপড় বা রূপার জিনিস কিনতে পারেন। এতে তাঁদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে।
advertisement
5/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকারা এই দিনে মূল্যবান পাথর বা সোনা কিনতে পারেন। এতে জীবন মঙ্গলময় হবে। আর্থিক ভাবে লাভবান হবেন।
advertisement
6/8
কর্কট রাশি:কর্কট রাশিরজাতক জাতিকারা এই দিনে সাদা রঙের জিনিস কেনা উচিত। এ ছাড়া রুপোর বাসনপত্র ও গয়না কিনতে পারেন। পরিবারে সুখ বজায় থাকবে।
advertisement
7/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা ইলেকট্রনিক জিনিস কিনতে পারেন। এ ছাড়া সোনা কেনাও তাদের জন্য খুবই শুভ ও ফলদায়ক হবে।
advertisement
8/8
কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা এই দিনে আসবাবপত্র, সবুজ জিনিসপত্র এবং রত্ন কিনতে পারেন। এতে তাদের পরিবারে সুখ আসবে এবং দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপা লাভ করবেন। ধন-সম্পদ প্রাপ্তি হবে। (দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2023: ধনতেরস থেকে দীপাবলিতে মালামাল হবে এই ৬ রাশি! এইসব জিনিস কিনলেই সোনায় মুড়বে কপাল, আসবে সমৃদ্ধি