Dhanteras Diya Rituals 2024: ধনতেরসে বাড়ির এই বিশেষ দিকে প্রদীপ জ্বালালেই সর্বনাশ! রাহুর কোপে লন্ডভন্ড হবে সংসার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dhanteras Diya Rituals 2024:মনে করা হয় এই দিনে ধন্বন্তরির পুজো করলে অসুখ থেকে আরোগ্য মেলে। কুবের এবং দেবী লক্ষ্মীর আরাধনায় হয় অর্থপ্রাপ্তি। ধনতেরসে প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মতো প্রদীপ প্রজ্বলন করলে সংসারে সুখশান্তির অভাব থাকে না।
advertisement
1/7

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এ বছর ২৯ এবং ৩০ অক্টোবর দু’ দিন ধরে পড়েছে ধনতেরস। মূলত দীপাবলির অনুষ্ঠান শুরু হয় ধনতেরস দিয়ে। এই তিথিতে বগবান ধন্বন্তরি, দেবীলক্ষ্মীর পাশাপাশি পুজো করা হয় কুবেরদেবেরও।
advertisement
2/7
মনে করা হয় এই দিনে ধন্বন্তরির পুজো করলে অসুখ থেকে আরোগ্য মেলে। কুবের এবং দেবী লক্ষ্মীর আরাধনায় হয় অর্থপ্রাপ্তি। ধনতেরসে প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মতো প্রদীপ প্রজ্বলন করলে সংসারে সুখশান্তির অভাব থাকে না। বলছেন বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী।
advertisement
3/7
দৃকসিদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার ত্রয়োদশী শুরু হচ্ছে সকাল ১০.৩২ মিনিটে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হচ্ছে সকাল ১০.৫৬ মিনিটে৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি থাকবে বুধবার, ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।
advertisement
4/7
রাকেশ চতুর্বেদীর মতে এ বছর ভগবান ধন্বন্তরির পুজো করার শুভ সময় ২৯ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট পর্যন্ত।
advertisement
5/7
বাস্তুশাস্ত্র মতে ধনতেরসের দিন বাড়ির ইশান কোণে প্রদীপ জ্বালানো শুভ। এই কোণে দেবতার অধিষ্ঠান বলে মানা হয়।
advertisement
6/7
ধনতেরসে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির উত্তর দিশাতেও। মনে করা হয় এর ফলে সংসারে শ্রী এবং ধনসম্পদের অভাব হবে না।
advertisement
7/7
তবে ধনতেরসে ভুলেও বাড়ির পশ্চিম কোণে প্রদীপ প্রজ্বলন করবেন না। প্রচলিত বিশ্বাস, এই কোণে রাহুর বাস। তাই এই দিকে প্রদীপ দিলে তার অশুভ প্রভাব পড়বে সংসারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras Diya Rituals 2024: ধনতেরসে বাড়ির এই বিশেষ দিকে প্রদীপ জ্বালালেই সর্বনাশ! রাহুর কোপে লন্ডভন্ড হবে সংসার