TRENDING:

Dhanteras YamaDeep Dana Rituals 2025: আজ ধনতেরসের সন্ধ্যায় ‘ঠিক’ এই সময়ের মধ্যে বাড়ির বিশেষ কোণে এভাবে জ্বালুন প্রদীপ! সংসার থেকে সরে যাবে রোগ,অভাব মৃত্যুর কালো ছায়া! আসবে টাকার ফোয়ারা!

Last Updated:
Dhanteras YamaDeep Dana Rituals 2025: ত্রয়োদশী তিথি বলে এদিন সন্ধ্যায় মোট তেরোটি দীপ প্রজ্বলন করুন৷ তার মধ্যে একটি হবে চারমুখী প্রদীপ৷ সেটি আটা দিয়ে তৈরি করুন৷ নয়তো বানাতে পারেন মাটি দিয়েও৷ আজকাল বাজারেও মাটির তৈরি চারমুখী প্রদীপ পাবেন কিনতে৷
advertisement
1/9
আজ সন্ধ্যায় বাড়ির এই কোণে এভাবে জ্বালুন প্রদীপ! সরে যাবে রোগ,অভাব, মৃত্যুর কালো ছায়া!
শনিবার পালিত হচ্ছে এ বছরের ধনত্রয়োদশী বা ধনতেরস৷ সোনারুপোর গয়না কেনা, কুবেরের পুজো, দেবী লক্ষ্মীর পুজো, ধন্বন্তরির পুজো ছাড়াও এই তিথির অন্যতম রীতি হল যম দীপদান৷ এভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় যমরাজকে৷
advertisement
2/9
এ বছর শনিবার ধনতেরসের দিন কোন সময়ে কীভাবে দীপদান করবেন, জেনে নিন৷ এই রীতি পালনই বা করা হয় কেন, জানুন সেই তাৎপর্যও৷ শনিবার বিকেল ৫.৪৮ থেকে সন্ধ্যা ৭.০৪ পর্যন্ত যম দীপদানের উৎকৃষ্ট সময়৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/9
ত্রয়োদশী তিথি বলে এদিন সন্ধ্যায় মোট তেরোটি দীপ প্রজ্বলন করুন৷ তার মধ্যে একটি হবে চারমুখী প্রদীপ৷ সেটি আটা দিয়ে তৈরি করুন৷ নয়তো বানাতে পারেন মাটি দিয়েও৷ আজকাল বাজারেও মাটির তৈরি চারমুখী প্রদীপ পাবেন কিনতে৷
advertisement
4/9
এই প্রদীপে তিলতেল এবং দুটি পলতে দিয়ে বাড়ির বাইরে দক্ষিণ কোণে প্রজ্বলন করতে দিন৷ এই বাতি যমরাজকে নিবেদন করা হয়৷ মনে করা হয় এর ফলে সংসার তথা পরিবারের উপর যমরাজের কুনজর থাকে না৷
advertisement
5/9
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
advertisement
6/9
এই দীপ প্রজ্বলনের পর আর পিছনে ফিরে তাকাবেন না৷ বাড়ির বাইরে এই যমদীপ দেওয়ার পর ভাল করে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করুন৷ এই প্রদীপ প্রজ্বলনের পর বাড়িতে ঢোকা ও বাড়ি থেকে বার হওয়া নিষিদ্ধ৷
advertisement
7/9
এর পর অবশিষ্ট বাকি বারোটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুরঘরে মা লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন৷ তাতে গাওয়া ঘি দেবেন৷ প্রদীপের মুখ যেন সব সময় উত্তর পূর্ব দিকে থাকে৷ এর ফলে সন্তুষ্ট হন কুবের দেব ও লক্ষ্মীদেবী৷
advertisement
8/9
বাকি প্রদীপগুলি দিন তুলসিগাছের নীচে ও অশ্বত্থগাছের নীচে৷ একটি প্রদীপ দিন বাড়ির ছাদে৷ এছাড়া রান্নাঘর, বাথরুমের সামনে, আলমারির সামনে ও যেখানে অর্থ রাখেন, তার সামনে প্রদীপ প্রজ্বলন করুন৷
advertisement
9/9
ধনতেরসে প্রতিটি প্রদীপের নীচে বিছিয়ে দিন ধান বা আতপ চাল বা ফুলের পাপড়ি৷ পর দিন এই চতুর্মুখী প্রদীপটি ভাসিয়ে দিন জলে৷ মনে করা হয় এই রীতি পালনের ফলে সংসারের সকলে সুস্থ, নীরোগ দীর্ঘায়ু পান৷ পরিবারে উপচে ওঠে টাকা ধনসম্পদ ও সৌভাগ্য৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras YamaDeep Dana Rituals 2025: আজ ধনতেরসের সন্ধ্যায় ‘ঠিক’ এই সময়ের মধ্যে বাড়ির বিশেষ কোণে এভাবে জ্বালুন প্রদীপ! সংসার থেকে সরে যাবে রোগ,অভাব মৃত্যুর কালো ছায়া! আসবে টাকার ফোয়ারা!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল