সোনা ভালবাসেন? ধনতেরসের দিন ভুল করেও এই কাজটি করবেন না! তাহলেই মহা বিপদ! আজ এই ধাতু কিনলেই দুর্ভাগ্য নামবে ৪ রাশির কপালে! চাকরিতে বাধা থেকে প্রেম ভাঙা অশান্তিতে ভরবে জীবন!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এমন কিছু রাশি আছেন যাঁদের জাতকদের এই বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র বলছে কোনও কোনও রাশির জাতকদের জন্য সোনা অশুভ। সোনা ধারণ করলে উলটো প্রভাব পড়তে পারে।
advertisement
1/10

সারা পৃথিবীই মূল্যবান সম্পদ বলতে সবার প্রথমে সোনার কথা ভাবে। ভারতও ভাবে, তবে ভারত আর সোনার সম্পর্ক শুধু মূল্যের নিরিখে প্রতিষ্ঠিত হয়নি। এই দেশের সংস্কৃতিতে সোনা কেনা এক শুভ ঘটনাও, সোনাকে এই দেশ সরাসরি ধনদাত্রী দেবী লক্ষ্মীর প্রতীক রূপে বিবেচনা করে। ধনতেরস এবং দীপাবলিতে সোনা কেনা ঠিক সেই কারণেই একটি শুভ ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়, যা আগামী বছরের জন্য সমৃদ্ধি, সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক হয়ে থাকে ঘরে।
advertisement
2/10
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, হিন্দুশাস্ত্র মতে যে কোনও শুভ কাজ করার সময় বা পুজোয় বসার সময় শরীরে সোনার কোনও অলঙ্কার থাকা শুভ বলে গণ্য করা হয়। এমনকি সোনাকে মর্যাদার প্রতীক রূপেও দেখা হয়।
advertisement
3/10
তবে হালফিলে আকাশ ছুঁয়েছে সোনার দাম। সোনা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। অনেকের বিয়ের গয়না কিনতে গিয়ে সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। আবার নতুন প্রজন্মের অনেকেই সোনা ছেড়ে ইমিটেশনের গয়নার দিকে ঝুঁকছেন বাধ্য হয়ে।
advertisement
4/10
সোনার দাম যতই বাড়ুক, এমন কিছু রাশি আছেন যাঁদের জাতকদের এই বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র বলছে কোনও কোনও রাশির জাতকদের জন্য সোনা অশুভ। সোনা ধারণ করলে উলটো প্রভাব পড়তে পারে। জেনে নিন কোন কোন রাশির সোনা পরা উচিত নয়।
advertisement
5/10
বৈদিক শাস্ত্র মতে প্রত্যেকটি গ্রহ কোনও না কোনও বিশেষ ধাতুর সঙ্গে সম্পর্কিত। যেমন শনির সঙ্গে লোহার সম্পর্ক রয়েছে। রবির জন্য গুরুত্বপূর্ণ তামা। চন্দ্রের সঙ্গে রুপোর বিশেষ যোগ রয়েছে, সোনার সঙ্গে দেবগুরু বৃহস্পতির বিশেষ সম্পর্ক রয়েছে। কিন্তু বাস্তবে সোনা কিন্তু সকলের জন্য শুভ নয়। সোনাকে অর্থনৈতিক সুরক্ষা, বিনিয়োগ এবং বিলাসবহুল জীবনযাত্রার মানদন্ড হিসাবেও দেখা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে কয়েকটি রাশির জাতকরা সোনা পরার কারণে মহাবিপদের সম্মুখীন হতে পারেন। আসতে পারে দুর্ভাগ্য। কারা কারা সাবধানে থাকবেন?
advertisement
6/10
সোনাতে বিপদ রয়েছে বৃষ রাশিরএই রাশির অধিপতি গ্রহ শুক্র। জ্যোতিষশাস্ত্র বলছে বৃষ রাশির জাতকরা সোনা পরতে ভালোবাসেন। এটি তাঁদের কাছে স্ট্যাটাস সিম্বলের মতো। তবে সোনা ধারণের কারণে অনেক বিপদে পড়তে হতে পারে। চাকরি এবং ব্যবসায় বাধা আসতে পারে। দূরে চলে যেতে পারেন প্রিয়জন। ভাঙতে পারে প্রেম। তাই সাবধান!
advertisement
7/10
সোনাতে বিপদ বাড়তে পারে মিথুন রাশিরমিথুন রাশির অধিপতি হলেন বুধ। এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সোনার গয়না এড়িয়ে চলা উচিত। মিথুন রাশির জাতকরা সোনা পরলে তাঁদের আর্থিক ক্ষতির ঝুঁকি বেশি থাকে বলে মনে করা হয়।
advertisement
8/10
সোনাতে বিপদ হতে পারে বৃশ্চিক রাশিরবৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতকদের সোনার অলঙ্কার থেকে দূরে থাকা উচিত। এই রাশির জাতকরা সোনাকে শত্রু বিবেচনা করে। যদি বৃশ্চিক রাশির জাতকরা সোনা পরেন তা তাঁদের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে।
advertisement
9/10
সোনা কিনলেই বিপদে পড়বেন কুম্ভ রাশির মানুষেরাশনিদেব স্বয়ং কুম্ভ রাশির অধিপতি। জ্যোতিষীরা এঁদের সোনার অলংকার না পরার পরামর্শ দেন। সোনা বৃহস্পতি এবং সূর্যের সঙ্গে সম্পর্কিত। এই রাশি শনির দ্বারা শাসিত। তাই কোনও পরিস্থিতিতেই সোনার জিনিস পরা তাঁদের পক্ষে ভালো নয়। যদি সোনা পরেন, তাহলে তাঁদের জীবন সমস্যায় ভরে উঠতে পারে। ক্রমাগত প্রতি পদক্ষেপে দ্বন্দ্বের মুখোমুখি পড়তে পারেন।
advertisement
10/10
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
সোনা ভালবাসেন? ধনতেরসের দিন ভুল করেও এই কাজটি করবেন না! তাহলেই মহা বিপদ! আজ এই ধাতু কিনলেই দুর্ভাগ্য নামবে ৪ রাশির কপালে! চাকরিতে বাধা থেকে প্রেম ভাঙা অশান্তিতে ভরবে জীবন!