TRENDING:

Dhanteras 2025 Buying Tips: সোনা-রুপোর দাম আকাশছোঁয়া! ধনতেরাসের দিন কিনুন এই ৭টি শুভ জিনিস, জানুন ঠিক কোন সময়ে কেনাকাটা করলে মিলবে দেবী লক্ষ্মীর আর্শীবাদ?

Last Updated:
Dhanteras 2025: ধনতেরাসে সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। তবে বর্তমানে সোনা-রুপোতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। বদলে কম খরচে কোন কোন জিনিস কিনলে সদয় হবে অর্থভাগ্য, জেনে নিন
advertisement
1/9
সোনা-রুপোর দাম আকাশছোঁয়া! ধনতেরাসে এই ৭টি শুভ জিনিস কিনলে দ্বিগুণ অর্থলাভ, বড়লোক হবেন
আগামী শনিবার, ১৮ অক্টোবর, ধনতেরস। এই উৎসব হিন্দু ধর্মের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ। এই দিন লক্ষ্মীদেবী, কুবেরের সঙ্গে ধন্বন্তরির পুজো করা হয়। তাই এই তিথি ধনত্রয়োদশী এবং ধন্বন্তরি জয়ন্তী নামেও পরিচিত।
advertisement
2/9
ধনতেরাসের পূজা মুহূর্ত পড়ছে-- সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট। ধনতেরাসের প্রদোষকাল সন্ধে ৫টা ৪৮ মিনিট থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে। ত্রয়োদশী তিথি শুরু ১৮ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে পরের দিন ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিটে। ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা ৭.১৬ থেকে রাত ৮.২০ পর্যন্ত। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত।
advertisement
3/9
এই দিনে সোনা, রুপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্ত – ভোর ৪.৪৩-৫.৩৩ পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত – সকাল ১১.৪৩ থেকে দুপুর ১২.২৯ পর্যন্ত। প্রদোষ কাল – রাত ৫.৪৮ থেকে রাত ৮.২০। বৃষভ কাল – সন্ধ্যে ৭.১৬ থেকে রাত ৯.১১ পর্যন্ত।
advertisement
4/9
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, এই দিন কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখতে হবে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি এই দিন একেবারেই কেনা উচিত নয়। এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। জেনে নেব এই দিন কী কেনা উচিত এবং কী কেনা উচিত নয়।
advertisement
5/9
কথিত রয়েছে, এই দিন যদি সোনা কেনা যায় তা হলে ধনসম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায়। রুপোর কয়েন বা রুপোর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মানা হয়। বিশেষ করে রুপোর গয়না যদি বাড়ির মহিলাদের উপহার দিতে পারেন তা হলে খুবই ভাল হয়।
advertisement
6/9
এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন।
advertisement
7/9
কথিত রয়েছে এই দিন নতুন ঝাঁটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
8/9
ধনতেরসের দিন গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, গোমতীচক্র, জায়ফল, হরিতকি, সুপুরি, ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ।
advertisement
9/9
এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা লক্ষ্মীদেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সেই পুঁটলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন। বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন। এই দিন বাড়িতে গণেশ-লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2025 Buying Tips: সোনা-রুপোর দাম আকাশছোঁয়া! ধনতেরাসের দিন কিনুন এই ৭টি শুভ জিনিস, জানুন ঠিক কোন সময়ে কেনাকাটা করলে মিলবে দেবী লক্ষ্মীর আর্শীবাদ?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল