Dhanteras 2024 Lucky Zodiac Signs: ধনতেরসে লক্ষ্মী নারায়ণ যোগে হাতে টাকার পাহাড়! প্রোমোশন! সুখী দাম্পত্য! সৌভাগ্যের বৃষ্টি উপচে পড়বে ৫ রাশির কপালে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dhanteras 2024 Lucky Zodiac Signs: লক্ষ্মী নারায়ণ যোগে কিছু রাশির কপাল পাল্টে আসতে চলেছে সুবর্ণসুযোগ
advertisement
1/6

আসছে দীপাবলি এবং ধনতেরস। এই দুই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই দুই শুভ তিথি জীবনে মঙ্গল বয়ে আনে। লক্ষ্মী নারায়ণ যোগে কিছু রাশির কপাল পাল্টে আসতে চলেছে সুবর্ণসুযোগ। বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম।
advertisement
2/6
বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ বয়ে আনছে লক্ষ্মী নারায়ণ যোগ। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনে ধনদৌলত আসবে। উপার্জনের নতুন পথ প্রশস্ত হবে।
advertisement
3/6
মিথুনরাশির জাতক জাতিকাদের জীবনে উচ্চ উপার্জনের সুযোগ এবং মুহূর্ত বয়ে আনবে ধনতেরস। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন পথ খুলে যাবে। কেরিয়ারে বড় সাফল্য আসবে। উপার্জন হবে আকাশছোঁয়া।
advertisement
4/6
কর্কটরাশির জাতক জাতিকাদের ধনত্রয়োদশীতে আর্থিক লাভ হবে। এই রাশির ধন সংযোগ প্রবল। চাকরিতে আসবে সুযোগ। সমাজে বাড়বে মান সম্মান।
advertisement
5/6
ধনত্রয়োদশীতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ বাড়বে। লক্ষ্মী নারায়ণ যোগে বাড়বে উপার্জন। তাঁদের জন্য সোনা কেনাও অত্যন্ত শুভ।
advertisement
6/6
ধনতেরসে মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। ব্যবসায়ে শুভ যোগ আসবে। ব্যবসায়ে শুভ সংযোগ আসবে। সফরে যাত্রা লাভদায়ী হবে। সব সমস্যা থেকে মুক্তি পাবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2024 Lucky Zodiac Signs: ধনতেরসে লক্ষ্মী নারায়ণ যোগে হাতে টাকার পাহাড়! প্রোমোশন! সুখী দাম্পত্য! সৌভাগ্যের বৃষ্টি উপচে পড়বে ৫ রাশির কপালে