Dhanteras 2023: ধনতেরাসে অবশ্যই করুন এই কাজ! উপচে পড়বে টাকা! জ্যোতিষীর মত জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Dhanteras 2023: জোতিষশাস্ত্রবিদ বিপুল কুমার জানালেন ভাগ্য বদলের এক জাদু মন্ত্র!
advertisement
1/6

ধনতেরাসের দিন বাড়িতে রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করা ভাল। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।
advertisement
2/6
জ্যোতিষ শাস্ত্র অনুসারে ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য এবং রোগ, দুঃখ, বেদনা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো দেওয়া হয়। জোতিষশাস্ত্রবিদ বিপুল কুমার জানান, এই দিন ভক্তি সহকারে যমের আরাধনা করলে চাকরিতে স্থবির পদোন্নতি, গ্রহ দোষ, শনি কিংবা রাহু প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি হয়। ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকতে হবে। যদি কোনও ভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দেওয়া যেতে পারে।
advertisement
3/6
জ্যোতিষশাস্ত্রে এই দিন সন্ধ্যায় কাউকে ধার না দেওয়াই ভাল। এমনকি কারোর থেকে ধার না নেওয়াই ভাল। এই দিনটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর দিন। তাই বাড়িতে লেনদেন করা উচিৎ নয়। এতে আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়বে।
advertisement
4/6
সংসারে শ্রী বৃদ্ধি করতে ধনতেরাসের দিন সন্ধ্যা বেলা ১৩টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালাতে পারা যেতে পারে।প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে।
advertisement
5/6
ধনতেরাসের দিনে কখনোই বাড়ি খালি রাখা উচিৎ নয়। এই দিনে নিজের বাড়িতে থেকে ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে। কোন সদস্যকে বাড়িতে রেখে তবেই অন্যদের বাইরে যাওয়া উচিৎ। এতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করবেন।
advertisement
6/6
ধনতেরাসের দিন লক্ষ্মী দেবীর সামনে একটি লাল চেলি রেখে তার ওপর ১ টাকা বা ৫ টাকার ১টি কয়েন ও কিছুটা দুর্বা রাখতে হবে । এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করলে মায়ের কৃপায় সব ইচ্ছে সম্পূর্ণ হয় বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2023: ধনতেরাসে অবশ্যই করুন এই কাজ! উপচে পড়বে টাকা! জ্যোতিষীর মত জানুন