TRENDING:

Dhanteras 2023: পিতলের পাত্রে রাখুন ১৩টা ধনে! ধনতেরাসে ১৩তেই কিন্তু লুকিয়ে সৌভাগ্য, জানুন আর কী কী করবেন

Last Updated:
ধনতেরাসে রুপোর মুদ্রা কেনার পরামর্শ দেন অনেকেই৷ এই দিনে নতুন কেনা রুপোর মুদ্রা এবং পুরনো রুপোর মুদ্রা মিলিয়ে ১৩ টি মুদ্রায় হলুদ ছুঁইয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হয়৷ এতে সংসারে কোনওদিন আর্থিক সঙ্কট আসে না৷ দূরে থাকে ঋণ৷
advertisement
1/7
পিতলের পাত্রে রাখুন ১৩টা ধনে! ধনতেরাসে ১৩তেই বাজিমাত, জানুন আর কীকী করবেন
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি৷ এই দিনেই পালিত হয় ধনতেরাস৷ চলতি বছরে ১০ নভেম্বর ধনতেরাস উদযাপদনের মাধ্যমেই শুরু হচ্ছে দীপাবলি উৎসব৷
advertisement
2/7
আমরা অনেকেই মনে করি ১৩ নম্বর জীবনে দুর্ভাগ্য ডেকে আনে৷ কোনও শুভ কাজই আমরা ১৩ তারিখে করতে চাই না৷ কিন্তু, জেনে রাখবেন, ধনতেরাসে কিন্তু, এই ১৩ সংখ্যাকেই সৌভাগ্যের সংখ্যা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়৷ পণ্ডিতেরা বলে থাকেন, এই দিনে সোনা, রুপা, কাঁসা, পিতল, তামা ইত্যাদি কিনলে সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়৷ পাশাপাশি, এই তিথিতে ধন্বন্তরীর পুজো করলে স্বাস্থ্যের ১৩ গুণ উন্নতি হয় বলে লৌকিক বিশ্বাস৷ এছাড়াও, রয়েছে ১৩ সম্পর্কিত একাধিক উপাচারের নিধান৷
advertisement
3/7
সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ানোর জন্য এই শুভ দিনে সন্ধে বেলা ১৩টি দীপ জ্বালানোর পরামর্শ দেন পণ্ডিতেরা৷ এই দিন সন্ধ্যায় ১৩ টি প্রদীপ জ্বালিয়ে বাড়ির বিভিন্ন ঘরের দরজায় এবং উঠোনের বাইরে রেখে আসুন। এই উপাচার পালন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। চাকরি ও ব্যবসায় আসা বাধা দূর হয়। এদিন প্রদীপ জ্বালালে ঘরের যাবতীয় নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। সংসারে প্রবেশ করে ইতিবাচক শক্তি।
advertisement
4/7
ধনতেরাসে রুপোর মুদ্রা কেনার পরামর্শ দেন অনেকেই৷ এই দিনে নতুন কেনা রুপোর মুদ্রা এবং পুরনো রুপোর মুদ্রা মিলিয়ে ১৩ টি মুদ্রায় হলুদ ছুঁইয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হয়৷ এতে সংসারে কোনওদিন আর্থিক সঙ্কট আসে না৷ দূরে থাকে ঋণ৷
advertisement
5/7
লোকমতে, ভগবান ধন্বন্তরি তাঁর হাতে একটি পিতলের পাত্র নিয়ে সমুদ্র মন্থন শেষে উঠে এসেছিলেন৷ তাই ধনতেরসের দিন একটি পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসের দিন এই নতুন পাত্রে শস্য, ১৩টি ধনে রাখা হয়। এই নিয়ম মানলে ঘরে খাদ্য, অর্থের কখনও টান পড়ে না। এই দিনে রূপোর পাত্র কেনাও শুভ।
advertisement
6/7
ধনতেরসের দিনে খাদ্য, বস্ত্র, প্রদীপ, লোহা, নারকেল, মিষ্টি ইত্যাদি জিনিস দান করা খুবই শুভ। এতে সম্পদ বৃদ্ধি পায়। কথিত আছে, ধনতেরসে ১৩ টি জিনিস দান করলে দুর্ভাগ্য কখনওই কাছে ঘেঁষতে পারে না।
advertisement
7/7
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2023: পিতলের পাত্রে রাখুন ১৩টা ধনে! ধনতেরাসে ১৩তেই কিন্তু লুকিয়ে সৌভাগ্য, জানুন আর কী কী করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল