TRENDING:

Devutthana ekadashi 2023: দেবুত্থানী একাদশীতে ৫টি শুভযোগ, কয়েকটি নিময় মানলেই আর্থিক থেকে শারীরিক সমস্যা দূর

Last Updated:
শাস্ত্র অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়নে গিয়েছিলেন৷ দেবুত্থানী একাদশীতে তিনি নিদ্রা থেকে জেগে ওঠেন৷ তাঁর আর্শীবাদেই শুরু হয় সমস্ত শুভকাজ৷
advertisement
1/9
দেবুত্থানী একাদশীতে ৫টি শুভযোগ, কয়েকটি নিময় মানলেই আর্থিক থেকে শারীরিক সমস্যা
সমস্ত একাদশীর মধ্যে দেবুত্থানী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এই দিনে চতুর্মাসের শেষ হয়৷ যে কোনও শুভ কাজ যেমন বিবাহ,পইতে, গৃহপ্রবেশ, যজ্ঞের সময় শুরু হয়৷
advertisement
2/9
শাস্ত্র অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়নে গিয়েছিলেন৷ দেবুত্থানী একাদশীতে তিনি নিদ্রা থেকে জেগে ওঠেন৷ তাঁর আর্শীবাদেই শুরু হয় সমস্ত শুভকাজ৷
advertisement
3/9
এবার দেবুত্থানী একাদশী খুবই গুরুত্বপূর্ণ৷ এতে রয়েছে ৫ টি শুভ যোগ৷ যার মধ্যে রয়েছে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, বজ্র যোগ, পরক্রম যোগ, বুধাদিত্য যোগ। এই যোগে পুজোর দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করছেন বিষেশজ্ঞরা।
advertisement
4/9
সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য বজার রাখতে জাফরান মিশ্রিত দুধে শ্রী বিষ্ণুর পুজো করুন৷ আপনার জীবনে কোনও কালো ছায়া পড়বে না৷
advertisement
5/9
একই সঙ্গে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান৷ এবং প্রদীপ দিয়ে সারা ঘর সাজিয়ে তুলুন৷ এর ফলে যে কোনও সমস্যা আপনার কাছেও আসতে পারবে না৷
advertisement
6/9
এরই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রও জপ করতে হবে৷ ওম হ্রীম ক্লীম মহালক্ষ্মায় নমঃ এবং ওম বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন৷ আর্থিক দিক থেকে আপনার সমস্যা দূর হবে৷
advertisement
7/9
স্বামীর দীর্ঘায়ু কামনা করতে ব্রহ্ম মুহূর্তে স্নান করুতে হবে৷ সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে৷
advertisement
8/9
বিশেষ দিনে শালিগ্রাম ও লক্ষ্মীকে বাড়িতে বা মন্দিরে স্থাপন করে পুজো করতে পারেন। এতে সংসারে সুখ থাকবে৷ এতে তুলসি নিবেদন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন।
advertisement
9/9
তবে শুধু তুলসী নয়, শালিগ্রামে জল নিবেদন করলে অত্যন্ত পুণ্য লাভ হয়৷ তাই তুলসী ও জল নিবেদন করুন একসঙ্গে৷ তাতে জীবনে শান্তি বজায় থাকবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Devutthana ekadashi 2023: দেবুত্থানী একাদশীতে ৫টি শুভযোগ, কয়েকটি নিময় মানলেই আর্থিক থেকে শারীরিক সমস্যা দূর
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল