TRENDING:

Diwali Vastu Tips: দীপাবলিতে বাড়ি-অফিসের এই জায়গায় এভাবে লিখুন ‘শুভ লাভ’, আঁকুন স্বস্তিক চিহ্ন! অভাব দূর হয়ে টাকার বৃষ্টি সংসার-ব্যবসায়ে

Last Updated:
Diwali Vastu Tips:দীপাবলিতে গণেশ লক্ষ্মীর উপাসনা করা হয়। বাড়ির যে আলমারিতে ধনসম্পদ রাখা হয়, তার গায়ে লেখা হয় বা বসানো হয় ‘শুভ লাভ’ কথাটি। আঁকা হয় দেবীলক্ষ্মীর চরণচিহ্ন
advertisement
1/8
দীপাবলিতে এখানে এভাবে লিখুন ‘শুভ লাভ’, আঁকুন স্বস্তিক! টাকার বৃষ্টি হবে সংসারে
দেবী লক্ষ্মী হলেন শ্রী, সম্পদ, সৌভাগ্যের প্রতীক। প্রচলিত বিশ্বাস, দীপাবলি এবং ধনতেরসে বাড়িতে আনতে হয় ‘স্বস্তিক’, ‘শুভ লাভ’-সহ মা লক্ষ্মীর পদচিহ্ন।
advertisement
2/8
কিন্তু মা লক্ষ্মীর চিহ্ন কোথায়, কীভাবে রাখবেন বাড়িতে? কোথায় রাখলে সেরা ফল লাভ করবেন? বলেছেন বিখ্যাত জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডক্টর মধুপ্রিয়া।
advertisement
3/8
দীপাবলিতে গণেশ লক্ষ্মীর উপাসনা করা হয়। বাড়ির যে আলমারিতে ধনসম্পদ রাখা হয়, তার গায়ে লেখা হয় বা বসানো হয় ‘শুভ লাভ’ কথাটি। আঁকা হয় দেবীলক্ষ্মীর চরণচিহ্ন।
advertisement
4/8
ব্যবসায়ীরা তাঁদের ক্যাশবাক্সের গায়েও ‘শুভ লাভ’ শব্দবন্ধটি বসান। বিশেষজ্ঞ মধুপ্রিয়ার কথায় ‘শুভ’ এবং ‘লাভ’ শব্দদু’টি সব সময় সমানভাবে পাশাপাশি লিখতে বা বসাতে হবে।
advertisement
5/8
অনেকেই ‘শুভ’ এবং ‘লাভ’ শব্দদু’টি পাশাপাশি সমানভাবে বসান না। এর ফলে ভাগ্যে এবং সংসারে কুপ্রভাব পড়ে বলে মত বিশেষজ্ঞের।
advertisement
6/8
দোকান থেকে কিনে স্টিকার বসাতে না চাইলে রোলি, কুমকুম, দই, চাল এবং ঘিয়ের মিশ্রণে অনামিকা ডুবিয়েও লিখতে পারেন ‘শুভ লাভ’।
advertisement
7/8
বাড়ির মূল প্রবেশপথ, পুজোর স্থান, অফিস, ক্যাশ রেজিস্টার, অ্যাকাউন্টস বই, লকারে স্বস্তিক চিহ্ন আঁকা এবং শুভ লাভ কথাদু’টি লেখা থাকে।
advertisement
8/8
চালের গুঁড়ো এবং লাল আলতা মিশিয়ে তৈরি মিশ্রণে আঁকুন মা লক্ষ্মীর পদচিহ্ন। তবে খেয়াল রাখবেন তাঁর পায়ের চিহ্ন যেন সব সময় বাড়িতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। ভিতর থেকে যেন বাইরে বেরিয়ে না যায়। তাই স্টিকারই বসান বা নিজে আঁকুন লক্ষ্মীর পদচিহ্ন, সব সময় সতর্ক থাকবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diwali Vastu Tips: দীপাবলিতে বাড়ি-অফিসের এই জায়গায় এভাবে লিখুন ‘শুভ লাভ’, আঁকুন স্বস্তিক চিহ্ন! অভাব দূর হয়ে টাকার বৃষ্টি সংসার-ব্যবসায়ে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল