TRENDING:

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে চান? জানুন পুজো নির্ঘণ্ট-শুভ সময়

Last Updated:
Kaushiki Amavasya 2024: প্রতিদিন মন্দির খুলে যায় সকাল ৮ টায় এবং পাহাড়ের কোল বেয়ে ফের সন্ধ্যে নেমে এলে বিকেল ৫:৩০টায় বন্ধ হয়ে যায় মন্দির। পুজোর দিন সাদা ভাত, পাঁচরকম ভাজা, তরকারি, পায়েস, লুচি, দই, মিষ্টি নিবেদন করা হয় মাকে।
advertisement
1/7
কৌশিকী অমাবস্যায় সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে চান? জানুন পুজো নির্ঘণ্ট-শুভ সময়
*সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় চলে কালী মায়ের আরাধনা। এদিন মায়ের দর্শনের জন্যে দূরদূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসেন বহু ভক্তরা। তবে অনেক ভক্তের মানেই প্রশ্ন থাকে পূজোর নির্ঘণ্ট নিয়ে কখন যাবেন কীভাবে পুজো দেবেন সবটা নিয়ে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*দার্জিলিং ঘুরতে গেলেই অনেকেই একবার সেবকেশ্বরী কালী মন্দির ঘুরে আসেন পর্যটকরা। পাহাড়ে যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে এই কালী মন্দির। কালীপুজোর দিনে এই কালীমন্দিরে প্রচুর ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*ভক্তরা মনে করেন, দেবী অত্যন্ত জাগ্রত। তার কাছে অন্তর থেকে প্রার্থনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন তিনি। এই মন্দিরে রয়েছে ১০৭টি সিঁড়ি। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে এই মন্দিরের সিঁড়ি গুলি। ভক্তদের অটুট বিশ্বাস রয়েছে যখন গোটা পাহাড় এবং জঙ্গল ঘুমোয় তখন একমাত্র জেগে থাকেন ‘সেবকেশ্বরী কালী মা। তিনিই গোটা পাহাড়কে রক্ষা করেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*সেবকে বারবার ধস নামলেও, মন্দিরের কখনও কোনও ক্ষতি হয়নি। সেবকেশ্বরী কালীমায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার দিন পুজো শুরু হয় সকাল ১১টা থেকে। সাধারণত মায়ের পুজো রাতেই হয় কিন্তু ওই মন্দিরটি চারিদিকে পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝে হওয়ায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিনের আলোতেই কৌশিকী অমাবস্যা মায়ের পুজো সম্পন্ন হবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, মায়ের মন্দির কখনও ফাঁকা থাকে না। প্রতিদিন প্রচুর ভক্তের ভিড় জমে এই মন্দিরে। পাহাড়ের বুকে এই মা অনেক জাগ্রত এবং সকলের মনস্কামনা তিনি পূরণ করেন। শুধুমাত্র শিলিগুড়ি এবং আশেপাশের এলাকা থেকেই নয়, বহু দূরদূরান্ত থেকেও ভক্তরা দেবী দর্শনের জন্যে ছুটে আসেন এই মন্দিরে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*প্রতিদিন মন্দির খুলে যায় সকাল ৮ টায় এবং পাহাড়ের কোল বেয়ে ফের সন্ধ্যে নেমে এলে বিকেল ৫:৩০টায় বন্ধ হয়ে যায় মন্দির। পুজোর দিন সাদা ভাত, পাঁচরকম ভাজা, তরকারি, পায়েস, লুচি, দই, মিষ্টি নিবেদন করা হয় মাকে।তবে বোয়াল মাছই দেবীর বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয়।১৯৭৮ সালে গড়ে ওঠে 'সেবকেশ্বরী কালী মন্দির'।
advertisement
7/7
*সেবকের কালী মন্দিরের রয়েছেন ৪ পুরোহিত। ১৯৯০ সাল থেকে এই মন্দিরে পুজো করছেন স্বপন ভাদুড়ী। ১৯৯৭ সাল থেকে মায়ের মন্দিরে পুজো করছেন লক্ষণ ভাদুড়ী। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে চান? জানুন পুজো নির্ঘণ্ট-শুভ সময়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল