Daily Numerology: সংখ্যাতত্ত্বে ১৯ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
- Published by:Siddhartha Sarkar
- ganeshagrace
- Reported by:Chirag Daruwalla
Last Updated:
Daily Numerology Horoscope By Chirag Daruwalla 19 May, 2024: এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
advertisement
1/10

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
advertisement
2/10
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল হতে চলেছে। আপনি সুখী হবেন এবং যা চাইবেন, তা-ই পূরণ হবে। তবে নিজের রাগ কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। সময়টা দারুণ ভাবে কেটে যাবে। সরকারি চাকরির জন্য যাঁরা আবেদন পত্র পূরণ করছেন, তাঁদের জন্য সময়টা আদর্শ। পরিবারের কথা বলতে গেলে সঙ্গীর সঙ্গে তর্কাতর্কি হতে পারে। ধৈর্য রাখলে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন।
advertisement
3/10
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুসারে, সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল হতে চলেছে। আকস্মিক ভাবে হাতে টাকা আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে কোনও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। মা-বাবাকে উপহার হিসেবে কিছু দিতে পারেন। এতে তাঁদের আশীর্বাদ পাবেন। এর ফলে ভবিষ্যতে সম্পদ লাভের সুযোগ তৈরি হবে। সারা দিন ধরে বাড়িতে আনন্দের বাতাবরণ বজায় থাকবে।
advertisement
4/10
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুসারে, সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা অনুকূল হতে চলেছে। পরিকল্পিত সমস্ত কাজ সম্পন্ন হবে এবং আপনার নামের খ্যাতি ছড়িয়ে পড়বে। কাজের সমস্ত বাধা কেটে যাবে। পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। যেখানে দীর্ঘ সময় পর ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে দেখা হবে। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার নতুন পথ খুলে যাবে। পরিবারের সঙ্গে সময়টা ভালই কাটবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হাতে টাকা আসবে।
advertisement
5/10
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের জন্য সময়টা খুবই ভাল। খুবই কাছের কেউ আপনার খ্যাতি এবং সম্মানে আঘাত হানতে পারেন। ভাবনাচিন্তা না করে টাকাপয়সা বিনিয়োগ করা চলবে না। তাহলে টাকাপয়সা কোথাও আটকে যেতে পারে। আচমকাই বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ফলে বাড়িতে উদ্বেগের পরিবেশ তৈরি হবে। অপ্রয়োজনীয় কারণে রাগ বাড়তে পারে। সমাধান হিসেবে ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে।
advertisement
6/10
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল। আকস্মিক ভাবে নগদ লাভের পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায়ীদের উন্নতি হবে। আচমকাই কোনও ভাল খবর আসতে পারে। পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন এবং সুখ আসবে।
advertisement
7/10
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা স্বাভাবিক হতে চলেছে। তবে কাজের জায়গায় বাধাবিপত্তি আসতে পারে। অর্থের দিক থেকে দিনটা তেমন ভাল নয়। বাড়ির অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির জন্য ব্যয় বাড়বে। কোনও বিষয়ে সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। সমাধান হিসেবে পরিবারে কোনও পূজার আয়োজন করলে মুনাফা লাভ হবে।
advertisement
8/10
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৭-এর জাতক-জাতিকাদের জন্য প্রচুর বাধা আসতে চলেছে। এতে আপনার কাজ এবং নাম খারাপ হতে পারে। তাই কোনও কিছুতে জড়িয়ে পড়া অথবা অপ্রয়োজনীয় ভাবে কারও সঙ্গে তর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও সরকারি কাজ চললে তা সময়ে সম্পন্ন করতে হবে। নাহলে অযাচিত ভাবে সরকারের শাস্তির মুখে পড়তে পারেন। তবে পরিবারকে পাশে পাবেন। পরিবারের সদস্যরা আপনাকে সমর্থন করবেন।
advertisement
9/10
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের জন্য প্রচুর বাধা-বিপত্তি আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। যার জেরে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ কেউ কেউ পেটের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ হতে পারে। তাই ধৈর্য রাখতে হবে। নাহলে অপ্রয়োজনীয় সমস্যার মুখে পড়তে পারেন।
advertisement
10/10
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যা ৯-এর জাতক-জাতিকাদের জন্য দিনটা খুবই ভাল। ব্যবসায়ীদের জন্য সময়টা আদর্শ। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। এর ফলে ভবিষ্যতে আর্থিক লাভ হবে। আকস্মিক ব্যয়ের কারণে উদ্বিগ্ন হতে পারেন। এর ফলে মানসিক চাপ এবং রাগ বাড়তে পারে। নিজের সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এতে সমস্যা হ্রাস হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Daily Numerology: সংখ্যাতত্ত্বে ১৯ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা