TRENDING:

Daily Horoscope: রাশিফল ৩১ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

Last Updated:
Daily Horoscope By Chirag: এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
1/13
রাশিফল ৩১ জানুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
2/13
মেষ রাশি: শ্রী গণেশ বলছেন, ব্যয় বৃদ্ধি পাবে। আয় কমবে। ফলে উদ্বেগ বাড়বে। সন্তান কার সঙ্গে মেলামেশা করছে, সেদিকে নজর দিতে হবে। নাহলে তারা খারাপ সঙ্গে পড়ে যেতে পারে। প্রেমের সম্পর্কে থাকলে সুখবর মিলতে পারে। নতুন সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলা কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়াই ভাল। নাহলে চুক্তি লাভজনক হবে না। সঙ্গীর থেকে পূর্ণ সমর্থন এবং সাহচর্য মিলবে। ব্যবসার জন্য স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ার থাকলে অবশ্যই যেতে হবে। কারণ তা উপযোগী হবে। শুভ রঙ: বাদামী, শুভ সংখ্যা: ৮
advertisement
3/13
বৃষ রাশি: শ্রী গণেশ বলছেন, কাজের ক্ষেত্রে কোনও বদল আনার কথা ভাবলে তা ভাল বলে প্রমাণিত হবে। একাধিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বাবার শারীরিক সমস্যা থাকলে এই সময় ভোগান্তি বাড়বে। যার জেরে উদ্বেগ বাড়বে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করলেই তাঁদের লক্ষ্য পূরণ হবে। কোনও আত্মীয় এলে পুরনো রাগ দূর হবে এবং পারিবারিক ঐক্য বাড়বে। কাজের দিক থেকে দিনটা ভালই যাবে। শুভ রঙ: পার্পল, শুভ সংখ্যা: ৩
advertisement
4/13
মিথুন রাশি: শ্রী গণেশ বলছেন, ইতিবাচক ফলাফল আসবে। প্রত্যাশার তুলনায় বেশি আয় হবে। ফলে আনন্দের কোনও সীমা থাকবে না। কিন্তু আপনার উন্নতি দেখে শত্রুরা ক্ষুণ্ণ হতে পারে। আর কাজও পণ্ড করে দিতে পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানের দিক থেকে সুখবর মিলবে। সামাজিক ক্ষেত্রে কর্মরতরা সম্মান অর্জন করবেন। দীর্ঘ সময় ধরে সম্পর্কে তিক্ততা চললে এবার তার অবসান ঘটবে।শুভ রঙ: রুপোলি, শুভ সংখ্যা: ১৫
advertisement
5/13
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা স্বাভাবিকই থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার থাকলে সাবধান। কারণ গাড়ি দুর্ঘটনার আশঙ্কা আছে। যার জেরে আর্থিক ব্যয় বাড়তে পারে। কোনও নির্দিষ্ট বিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলার সময়ে মিষ্টত্ব বজায় রাখতে হবে। নাহলে তর্কাতর্কি হবে। কোনও আত্মীয়ের কাছ থেকে অশুভ খবর পেতে পারেন। ফলে উদ্বিগ্ন থাকবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর উপর ভরসা রাখাই ভাল। নতুন কাজ করতে পারেন। শুভ রঙ: মিন্ট, শুভ সংখ্যা: ৫
advertisement
6/13
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা ফলদায়ক হবে। ব্যবসায় নতুন পার্টনার হলে তাঁর উপর নজর রাখতে হবে। নাহলে প্রতারণার মুখে পড়তে পারেন। যাঁরা বাজি ধরে বিনিয়োগ করেন, তাঁদের সেটা এড়িয়ে চলতে হবে। সন্তানকে নতুন ব্যবসায় আনলে সেটা তাঁর জন্য ভাল হবে। পরিবারের বিবাহযোগ্য সদস্যের জন্য ভাল সুযোগ আসতে পারে। কাজের সন্ধান করলেও শীঘ্রই ভাল সুযোগ মিলবে। শুভ রঙ: কালো, শুভ সংখ্যা: ৯
advertisement
7/13
কন্যা রাশি: শ্রী গণেশ বলছেন, শিক্ষার্থীদের জন্য ভাল দিন। সফল হতে পড়াশোনায় মন দিতে হবে। কোনও রোগের জন্য কষ্ট পেলে এবার তার থেকে মুক্তি মিলবে। ফলে মন ভাল থাকবে আর সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় সারা দিন ধরে মুনাফার সুযোগ পাবেন। ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভাইয়ের সঙ্গে আলোচনা করতে হবে। নাহলে পরে অনুশোচনা করতে হবে। পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শুভ রঙ: মেরুন, শুভ সংখ্যা: ১১
advertisement
8/13
তুলা রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা অত্যন্ত ফলদায়ক হবে। বেসরকারি চাকরিজীবীরা ব্যবসা করার কথা ভাবলে তার জন্য সময় বার করতে পারবেন। এতে তাঁদের আত্মবিশ্বাসও বাড়বে। প্রতিটি কাজ উদ্যমের সঙ্গে করতে পারবেন। কিন্তু উদ্যমের জেরে ভুল কাজ করা চলবে না। পরিবারের কোনও সদস্য পদোন্নতি, বেতম বৃদ্ধির মতো সুখবর পেতে পারেন। যার জেরে পরিবারে আনন্দের বাতাবরণ থাকবে। সকলের সঙ্গে মজা করেই সময় কাটবে। শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ১৪
advertisement
9/13
বৃশ্চিক রাশি: শ্রী গণেশ বলছেন, সমস্যার সমাধান বার করতে পারবেন। ফলে সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবেন। মায়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা এলে তার অবসান ঘটতে চলেছে। ফলে মন ভাল থাকবে। নিজেকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। সামাজিক কাজে যুক্ত যাঁরা, তাঁরা সুখবর পাবেন। পড়াশোনায় সমস্যা এলে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তা কাটিয়ে উঠতে পারবেন। শুভ রঙ: পার্পল, শুভ সংখ্যা: ১৬
advertisement
10/13
ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, আলস্যের কারণে কিছু কাজ স্থগিত হতে পারে। যার জেরে পরে উদ্বেগ বাড়বে। আগের বাকি থাকা কাজ সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করতে হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক সুমধুর হবে। সন্তানের দিক থেকে সুখবর মিলবে। যা সম্মান বৃদ্ধি করবে। লক্ষ্য পূরণের জন্য কাজ করে গেলেই সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে পারবেন। আর্থিক লেনদেনের আগে পরিবারের গুরুজনের সঙ্গে আলোচনা করতে হবে। শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ৮
advertisement
11/13
মকর রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা মোটামুটি ভাবে ফলদায়ক। যে কাজই করুন না কেন, তাতে সফল হবেন। এই দিন প্রিয় কাজই করতে হবে। তবে তার জন্য জরুরি কাজ স্থগিত রাখা চলবে না। তাহলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ নিয়ে উদ্বেগ থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকই থাকবে, সহজে নিজের দৈনিক খরচ মেটাতে পারবেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়া ভাল। সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে যেতে পারেন ৷ শুভ রঙ: গোলাপি, শুভ সংখ্যা: ১
advertisement
12/13
কুম্ভ রাশি: শ্রী গণেশ বলছেন, শ্রদ্ধা-সম্মান বাড়বে। পরিবারের ছোট সদস্যরা আপনার জন্য পার্টির আয়োজন করতে পারেন। এমনকী তাদের থেকে উপহারও পাবেন। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা চিন্তাভাবনা করে নিতে হবে। পরিবারের সম্মতিও নেওয়া উচিত। যাঁরা লটারিতে বিনিয়োগ করেন, তাঁদের জন্য দিনটা ভাল। খোলা মনে বিনিয়োগ করা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভজনক সুযোগ আসবে। কিন্তু সেটা চিহ্নিত করে কাজে লাগাতে হবে। তাহলেই সুবিধা লাভ করতে পারবেন। শুভ রঙ: কমলা, শুভ সংখ্যা: ১২
advertisement
13/13
মীন রাশি: শ্রী গণেশ বলছেন, ব্যয় বাড়বে। ফলে সমস্যায় পড়বেন। সন্তানের খরচও বৃদ্ধি হবে। যা কমানোর চেষ্টা করতে হবে। নাহলে পরে অনুশোচনা হবে। পরিবারের অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভাল। কোনও এক আত্মীয় আপনার ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করতে পারেন। তাই সচেতন থাকা আবশ্যক। বাড়িতে কিংবা কাজের জায়গায় বিবাদ তৈরি হলে তা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নাহলে মানসিক চাপ তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে তিক্ততা থাকলেও এবার তার অবসান ঘটবে। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ৬ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ৩১ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল