Daily Horoscope: রাশিফল ১৬ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
- Published by:Siddhartha Sarkar
- ganesha_grace
- Written by:Chirag
Last Updated:
Daily Horoscope By Chirag:এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
1/13

গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
2/13
মেষ রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা মোটামুটি ভাবে ফলদায়ক। ঘরের কাজ বুঝতে হবে এবং সময়ে তা শেষ করতে হবে। সন্তানের বিষয়ে হতাশাজনক খবর পেতে পারেন। কার্যক্ষেত্রে জুনিয়রদের দিয়ে কাজ করাতে গেলে তাঁদের কিছু ভুল ক্ষমা করতে হবে। তাহলেই কাজ হাসিল হবে। কারও কাছ থেকে ধার চাইলে সহজে তা মিলবে। ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেওয়ার আগে ভাবনাচিন্তা করতে হবে।শুভ রঙ: মভ, শুভ সংখ্যা: ৬
advertisement
3/13
বৃষ রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা উদ্যমে পরিপূর্ণ থাকবে। দক্ষতা ও পার্টনারশিপে করা কাজে ভাল আয় হবে। সকলের ভালবাসাও অর্জন করতে পারবেন। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন। সামাজিক স্কিমে বিনিয়োগের কথা ভাবলে হতাশ হতে পারেন। কাজের জায়গায় একের পর এক লাভজনক সুযোগ পাবেন। পার্টনারশিপে ব্যবসা করলে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন। বিদেশে বসবাসরত পরিজনদের থেকে সুখবর মিলবে।শুভ রঙ: ক্রিম, শুভ সংখ্যা: ১১
advertisement
4/13
মিথুন রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটি বিশেষ হতে চলেছে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফল করবে আর মনে ভয়ও থাকবে না। টাকা-পয়সা সংক্রান্ত দীর্ঘ সময়ব্যাপী সমস্যার সমাধান মিলবে। কোনও সমস্যা হলেও পরিবারের সকলের সঙ্গে আলোচনা করলেই সমাধান হবে। কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে সেই ইচ্ছাও পূরণ হতে পারে। নিজের মায়ের কাছ থেকে সম্মান পাবেন। শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ২
advertisement
5/13
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইনি বিষয়ে জয় পেতে পারেন। চাকরিতে জুনিয়রদের থেকে প্রতারিত হতে পারেন। টাকা ধার করলে তা পরিশোধ করতে সমস্যা হতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনও চুক্তি চূড়ান্ত না করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রিয় বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে মিটমাট করতে সঙ্গীকে নিয়ে যেতে পারেন। শুভ রঙ: নেভি ব্লু, শুভ সংখ্যা: ৯
advertisement
6/13
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা ঝামেলায় পরিপূর্ণ থাকবে। কোনও কথা মনে নিলে সবার উপরেই রেগে থাকতে হবে। প্রিয় মানুষের সাহায্য নিয়ে কাজে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন। ব্যবসার নতুন পরিকল্পনা আলোচনা করতে পারেন। কাজের জন্য স্বল্পদূরত্বের ভ্রমণে যেতে পারেন। কার্যক্ষেত্রে কাঙ্ক্ষিত কাজ পেলে মন ভাল থাকবে। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ১৫
advertisement
7/13
কন্যা রাশি: শ্রী গণেশ বলছেন, প্রচুর ব্যয় হওয়ায় উদ্বিগ্ন থাকবেন। সঙ্গীর সহায়তায় কোনও সম্পত্তি পেতে পারেন। ঈশ্বরের আশীর্বাদে অধিকাংশ কাজ সম্পন্ন হবে। আত্মীয়দের সঙ্গে বিবাদ থাকলেও তা মিটমাট করতে হবে। জরুরি ঘরোয়া কাজে সাহায্য করতে পারেন। ব্যয়বৃদ্ধির কারণে মানসিক অশান্তি হবে। পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ খুলে যাবে। তবে আর্থিক সমস্যা হতে পারে। শুভ রঙ: পার্পল, শুভ সংখ্যা: ১৩
advertisement
8/13
তুলা রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গী রেগে যেতে পারেন। এর জন্য তাঁর ভুল আবদারও মানতে হতে পারে। পারিবারিক ব্যবসার জন্য কারও সঙ্গে আলোচনা করতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীরা সরকারি নিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন। সিঙ্গেলদের জন্য ভাল সুযোগ মিলবে। রাজনীতিবিদরা নতুন পদ পেতে পারেন। শুভ রঙ: কমলা, শুভ সংখ্যা: ১৭
advertisement
9/13
বৃশ্চিক রাশি: শ্রী গণেশ বলছেন, অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে মন ভাল হয়ে যাবে। মা-বাবাকে ঈশ্বরের দর্শন করাতে নিয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্টে কাজ করতে গিয়ে ভাল কিছু শিখবেন। স্বল্প গতির ব্যবসার জন্য মা-বাবা এবং ভাইদের সঙ্গে আলোচনা করতে হবে। পড়ুয়ারা পড়াশোনায় কিছু সমস্যার সম্মুখীন হবেন। শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ৪
advertisement
10/13
ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিনটিতে ইতিবাচক ফল আসবে। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পাবেন। কিন্তু অসম্পূর্ণ কাজের দিকে নজর দিতে হবে। নাহলে ঝামেলায় পড়তে হবে। সমস্ত দিক থেকে সুখবর আসবে, যার জন্য মন ভাল থাকবে। সম্পত্তির জন্য দর কষাকষি করলে ভাল লাভ করতে পারবেন। মানসিক সমস্যা হলেও তা থেকে স্বস্তি মিলবে। শুভ রঙ: রুপোলি,শুভ সংখ্যা: ৭
advertisement
11/13
মকর রাশি: শ্রী গণেশ বলছেন, সাহসিকতা বাড়বে। কেরিয়ার সংক্রান্ত কোনও নয়া তথ্য এবং ভাল চাকরি পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য ব্যস্ত রুটিনের ফাঁকে সময় বার করতে হবে। এতে পুরনো বিবাদ মিটে যাবে। অপ্রয়োজনীয় সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে তা সমস্যায় ফেলবে। সঙ্গীকে নিয়ে কোথাও বেরোতে পারেন। শুভ রঙ: ল্যাভেন্ডার, শুভ সংখ্যা: ৫
advertisement
12/13
কুম্ভ রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটি লাভজনক হবে। কিছু বিশেষ বিষয়ে জয়লাভ হবে, যার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। কারওর উপর রাগ হলেও কটু কথা বলা চলবে না। তাহলে তিনি ক্ষুণ্ণ হতে পারেন। চাকরিজীবীদের কাজের প্রশংসা হবে। এমনকী পদোন্নতিও হতে পারে। আয় বাড়ানোর ভাল সুযোগ আসবে। যা থেকে ভাল মুনাফা অর্জন করবেন। লেনদেনে সাবধানতা অবলম্বন করাই ভাল। শুভ রঙ: ইন্ডিগো, শুভ সংখ্যা: ১৬
advertisement
13/13
মীন রাশি: শ্রী গণেশ বলছেন, দিনটা দারুণ উপকারী হবে। ভাই-বোনদের কাছ থেকে সমর্থন মিলবে। তবে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতেও যেতে পারেন। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করা চলবে না। তাহলে প্রতারিত হতে পারে। পড়ুয়ারা কঠোর পরিশ্রমের ফল পাবেন। তবে সন্তান কার সঙ্গে মিশছে, সেদিকে খেয়াল রাখতে হবে। নাহলে তারা ভুল পথে চালিত হতে পারে। শুভ রঙ: বাদামী, শুভ সংখ্যা: ১২ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ১৬ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ