রাস্তায় 'মরা কাক' দেখে ফেলেছেন? এই এক দেখাতেই বদলে যায় জীবন...! কী কী হতে পারে আপনার সঙ্গে? জেনে নিন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Astrology Tips: রাস্তায় মরা কাক দেখলে কী হয়? ভাল কি খারাপ, যাই হোক না কেন। এটা একই ইঙ্গিত দেয়, তবে যার দৃষ্টিতে দেখবেন, সেটাই বদলে দেয় অর্থ।
advertisement
1/10

ঝড়বৃষ্টির দিনে অনেক সময়েই রাস্তায় মরা কাক পড়ে থাকতে দেখা যায়। আমরা পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু সেই দেখাতেই কত কী হয়ে যায় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ব্যখ্যা এক। বিজ্ঞানে আর এক। জেনে নিন মরা কাক দেখলে কী হয়!
advertisement
2/10
হিন্দুধর্মে কাককে পূর্বপুরুষদের রূপ মনে করা হয়। তাই তাদের খাবার দেওয়া হয়, তাদের পূজা করা হয়। তবে রাস্তায় মরা কাক দেখা অত্যন্ত অশুভ। আপনি কি জানেন, এমন কিছু দেখলে কী ঘটতে পারে?
advertisement
3/10
কাককে পূর্বপুরুষ মনে করা হয়, এবং বিশ্বাস করা হয় যে কিছু শুভ ও অশুভ ঘটনার সংকেত তারা দেয়। এই কাক-সংকেত বা কাক-শকুনই ভবিষ্যতের ইঙ্গিত বহন করে আনে।
advertisement
4/10
কাক হঠাৎ উড়ে এলে, বা সামনে এসে বসলে, কিংবা যদি রাস্তায় মরা কাক দেখতে পান—তাহলে সেটি ভবিষ্যতের কোনও বার্তা বহন করছে বলে মনে করা হয়।
advertisement
5/10
রাস্তায় চলতে গিয়ে যদি হঠাৎ কাক সামনে উড়ে আসে—তাহলে সেটি শুভ বা অশুভ—দুটোই হতে পারে। কারণ হিন্দু শাস্ত্রে কাক হল আমাদের পিতৃপুরুষ। তাই আমরা তাদের অন্নদান করি, শ্রাদ্ধে আহ্বান জানাই।
advertisement
6/10
আবার কাককে শনি দেবতার বাহনও মনে করা হয়। কাজেই কাক হঠাৎ সামনে দেখা দিলে, সেটি শনির অনুগ্রহ বা অসন্তোষ—দুটোরই দিকেই ইঙ্গিত করতে পারে। কিন্তু যদি রাস্তায় মরা কাক দেখেন?
advertisement
7/10
এটি অত্যন্ত অশুভ সংকেত। কারণ কাককে যেহেতু পূর্বপুরুষ বলা হয়, তাই এমন মরা কাক দেখলে মনে করা হয় পূর্বপুরুষেরা আপনার উপর রেগে আছেন। এর মানে হতে পারে, আপনি কোনও গুরুতর ভুল করেছেন বা কোনও দায়িত্ব পালন করেননি। (Representative Image: AI)
advertisement
8/10
আরও বলা হয়, মরা কাক মানে মৃত্যু বা ভয়ঙ্কর সংকটের আগমনী বার্তা। সামনে বড় কোনও বিপদ আসতে চলেছে—এমন ইঙ্গিত বহন করে এটি। হতে পারে পরিবারে কেউ অসুস্থ, বা জীবনে বড় ধাক্কা আসছে। মরা কাক শনি দেবতার রোষ নির্দেশ করে। (Representative Image: AI)
advertisement
9/10
এমন দৃশ্য মানে, শনির অশুভ প্রভাব আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। কী করবেন? রাস্তায় মরা কাক দেখলে— সঙ্গে সঙ্গে শনির মন্দিরে যান । ক্ষমা প্রার্থনা করুন। প্রদীপ জ্বালান এবং পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান বা অন্নদান করুন বলা হয়, এতে করে পিতৃদের রোষ কমে যায়, শনির ক্রোধও প্রশমিত হয়। (Representative Image: AI)
advertisement
10/10
তবে মরা কাক দেখা মানে ভয় পেতে হবে না, কিন্তু সাবধান হতে হবে। কারণ প্রকৃতি যখন কিছু দেখায়, তখন সেটার পিছনে কোনও না কোনও সংকেত লুকিয়ে থাকে। জ্যোতিষী অমর চন্দ্রকর জানাচ্ছেন, মন খুলে প্রার্থনা করুন। আপনার শক্তি আপনিই।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
রাস্তায় 'মরা কাক' দেখে ফেলেছেন? এই এক দেখাতেই বদলে যায় জীবন...! কী কী হতে পারে আপনার সঙ্গে? জেনে নিন!