TRENDING:

Crow Cawing Astro Tips 2025: বারান্দায়-জানালায় রোজ কাক এসে অস্বাভাবিক স্বরে ডাকে? কী অর্থ এর জানেন? শিউরে উঠবেন

Last Updated:
Crow Cawing Astro Tips 2025: আপনার ঘরের সামনে রোজ এসে কাক ডাকে? কাক দেখা কখন শুভ? কখন আবার মারাত্মক অশুভ? পড়ুন কী বলছে শাস্ত্র...
advertisement
1/10
বারান্দায়-জানালায় রোজ কাক এসে অস্বাভাবিক স্বরে ডাকে? কী অর্থ এর জানেন? শিউরে উঠবেন
পশ্চিমবঙ্গে যে পাখিটা সবথেকে বেশি দেখা যায়, তা হল কাক। অনেকেই বিশ্বাস করেন, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়! সেই মতো জানানও দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
মনে করা হয়, কোথাও ভাল বা খারাপ কিছু ঘটার আগে কাক তার বার্তা বহন করে। ইদানীং কি আপনার বাড়ির বারান্দায় বা জানলায় কাক এসে খুব ডাকাডাকি করছে? সামনে কী ঘটতে চলেছে? শুভ না অশুভ কিছু? জেনে নিন
advertisement
3/10
কথিত আছে, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়! সেই মতো জানানও দেয়। কাক দেখা কখন শুভ? কখন আবার মারাত্মক অশুভ? পড়ুন কী বলছে শাস্ত্র
advertisement
4/10
ধরুন আপনি বাইরে কোথাও যাচ্ছেন, ঘুরতে বা অফিসের কাজে,আচমকাই একটা কাক এসে জানলা বা বারান্দায় বসে ডাকাডাকি শুরু করল, বিশ্বাস করা হয়, এর অর্থ,আপনার যাত্রা শুভ হবে।
advertisement
5/10
যদি বারন্দায় বসে একটি কাক ডাকাডাকি করে, এর অর্থ হল, শীঘ্রই আপনার বাড়িতে অতিথি আসছে। কিন্তু যদি বাড়ির বারান্দায় একদল কাক বসে ডাকাডাকি করে, তা মোটেও শুভ নয়, খুব-ই অশুভ। এর অর্থ হল, আপনার পরিবারে খারাপ কিছু ঘটতে চলেছে বা আপনি অসুস্থ হতে চলেছেন।
advertisement
6/10
এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ! আপনার কোনও বড় সর্বনাশ হতে চলেছে। কোনও বাড়ির ছাদে অনেক কাক চেঁচামিচি করলে বুঝতে হবে সেই পরিবারের অশুভ সময় আসছে।
advertisement
7/10
অনেকের মধ্যে বিশ্বাস, কাক মৃত্যুখবর নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সর্বনাশ! শরীর খারাপে ভুগতে হবে, প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হবেন।
advertisement
8/10
যদি বাড়ির দক্ষিণে বসে কাক ডাকে, মানা হয়, তা খুব অশুভ। এর অর্থ হল, আপনার পূর্বপুরুষেরা আপনার উপর ক্রুদ্ধ হয়েছে।
advertisement
9/10
শকুনশাস্ত্র মতে, কাককে জল খেতে দেখা খুব শুভ। এর অর্থ,শীঘ্রই আপনার জীবনে প্রচুর টাকা আসতে চলেছে। যদি কোন-ও কাজে যাওয়ার সময় কাককে জল খেতে দেখেন, এর অর্থ হল, আপনি এই কাজে সাফল্য পাবেন। যদি দেখেন, কাক মুখে একটুকরো রুটি নিয়ে উড়ে যাচ্ছে,তবে তাও শুভ। এর অর্থ, আপনার অনেক দিনের মনোস্কামনা পূর্ণ হবে।
advertisement
10/10
কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ, আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা পাবেন। পাশাপাশি, কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উঠে যেতে দেখাও শুভ সংকেত। আপনি শীঘ্রই অর্থ লাভ করবেন। বলা হয়, দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পাওয়া শুভ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Crow Cawing Astro Tips 2025: বারান্দায়-জানালায় রোজ কাক এসে অস্বাভাবিক স্বরে ডাকে? কী অর্থ এর জানেন? শিউরে উঠবেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল