প্রেম ভাঙার পর 'মুভ অন' করার ভান করলেও আদতে প্রাক্তনকে ভুলতে পারেন না এই ৫ রাশির জাতক-জাতিকা! আপনার রাশিও রয়েছে কি?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বিশেষ কিছু রাশির জাতক-জাতিকারা পুরনো প্রেমের ক্ষত বয়ে বেড়ান। তাঁরা সহজে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারেন না। আপনিও কি সেই তালিকায়? জেনে নিন।
advertisement
1/8

সম্পর্কে ভাঙা-গড়া তো থাকেই। কেউ কেউ প্রেম ভাঙার যন্ত্রণা অতি সহজেই কাটিয়ে চেনা ছন্দে ফিরতে পারেন। কেউ কেউ আবার আগের প্রেম ভাঙার ক্ষত, প্রাক্তনের স্মৃতি বুকে আঁকড়ে এগিয়ে চলেন।
advertisement
2/8
জ্যোতিষশাস্ত্রে আবার দাবি যে, বিশেষ কিছু রাশির জাতক-জাতিকারা পুরনো প্রেমের ক্ষত বয়ে বেড়ান। তাঁরা সহজে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারেন না। এই সমস্ত রাশির জাতক-জাতিকারা প্রেম ভেঙে যাওয়ার পরেও প্রাক্তনের কথা ভাবেন। সেগুলি কী কী, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
3/8
সিংহ রাশি: এঁরা সাধারণ ভাবে আত্মবিশ্বাসী প্রকৃতির হন। তাঁদের দেখে তাঁরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে হতে পারে। কিন্তু তাঁরা নিজেদের ভালবাসার মানুষদের কখনওই সহজে ভুলে যেতে পারেন না। তাঁদের অহঙ্কারী প্রকৃতির জন্য অনেকেই ভাবেন যে, তাঁরা অন্যদের খোঁজ রাখেন না। অথচ মনের গভীরে এই রাশির জাতক-জাতিকারা সাধারণ ভাবে ভাল সময়গুলিকে লালন করে রাখেন। এমনকী তাঁরা এ-ও ভাবেন যে, কখনও কি তাঁদের খাঁটি ভালবাসা স্বীকৃতি পেয়েছে কি না।
advertisement
4/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা হয়তো দ্রুত এগিয়ে যান। কিন্তু একটা সময় যাঁদের প্রতি অনুভূতি ছিল, তাঁদের কখনওই ভোলেন না। কখনও কখনও গান, কবিতা কিংবা মজাদার কোনও কথা তাঁদের প্রাক্তনের কথা মনে করিয়ে দেয়। ফলে প্রাক্তনের কথা সব সময় মনে পড়ে তাঁদের। হয়তো সব সময় তাঁরা প্রাক্তনের কথা ভাবেন না, কিন্তু অবচেতনে সেই ভাবনা থেকেই যায়।
advertisement
5/8
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা এমন আবেগতাড়িত সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা অত্যন্ত গভীর হয়। সেই কারণে সম্পর্ক ভেঙে ফেলা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। আর সম্পর্ক ভাঙলে ভাল-মন্দ উভয় সময়ই তাঁদের মনে থেকে যায়। অনেক সময় প্রাক্তনদেরও মনের কোনও একটা কোণায় রেখে দেন তাঁরা। একান্তে থাকলে কিংবা খারাপ সময়ে সেই স্মৃতিই ঝালিয়ে নেন তাঁরা।
advertisement
6/8
বৃশ্চিক রাশি: যাঁরা আগে এই রাশির জাতক-জাতিকার কাছাকাছি ছিলেন, তাঁদের কথা কখনওই ভুলতে পারেন না। কারণ তাঁরা বিশ্বস্ত এবং আবেগপ্রবণ। তাই ভালবাসা এবং প্রেমের যন্ত্রণার অনুভূতি তাঁরা গভীর ভাবে অনুভব করতে পারেন। আর এই রাশির সংবেদনশীল অতীতের অংশ থাকেন তাঁদের প্রাক্তনরা।
advertisement
7/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়ার জন্য দীর্ঘ সময় নেন। আর যখন তাঁরা প্রেমে পড়েন, তা হয় একেবারে নিখাদ। এমন সম্পর্ক তৈরি করতে চান, যা চিরস্থায়ী হবে। যদিও বিচ্ছেদের পর তাঁরা এমন ভান করেন যে, যেন বিষয়টাকে পাত্তাই দিচ্ছেন না। কিন্তু তেমনটা দেখালেও প্রাক্তনের স্মৃতি তাঁদের মনে থেকে যায়।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
প্রেম ভাঙার পর 'মুভ অন' করার ভান করলেও আদতে প্রাক্তনকে ভুলতে পারেন না এই ৫ রাশির জাতক-জাতিকা! আপনার রাশিও রয়েছে কি?