TRENDING:

Clock Vastu Tips: ছারখার হবে জীবন...! নেমে আসতে পারে চরম অন্ধকার...! ভুলেও ঘরের 'এই' দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি

Last Updated:
Clock Vastu Tips: বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।আজ আমরা জেনে নিতে চলেছি বাস্তুশাস্ত্র মতে ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি রাখা শুভ। জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত।
advertisement
1/11
ছারখার হবে জীবন...! ভুলেও ঘরের 'এই' দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি
বাস্তু অনুযায়ী, বাড়িতে রাখা প্রতিটি জিনিসেরই ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব থাকে ঘরের মানুষগুলির উপর। দেওয়াল ঘড়িও তার ব্যতিক্রম নয়।
advertisement
2/11
বাস্তুবিদদের মতে, ঘরের একটি নির্দিষ্ট দিকে দেওয়াল ঘড়ি রাখলে বসবাসকারীর সৌভাগ্য সহায় হয়। সেই সঙ্গে সুখ-সমৃদ্ধি বর্ষণও হয় জীবনে। তবে ভুল দিকে দেওয়াল ঘড়ি রাখলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। তাহলে জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত।
advertisement
3/11
বাস্তু সংক্রান্ত নিয়ম:১. বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের পূর্ব দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত। এটাই সবথেকে সেরা। ২. বাড়ির দক্ষিণ দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা হলে তা অশুভ বলে গণ্য করা হয়। এতে জীবনে নেতিবাচকতা নেমে আসে।
advertisement
4/11
৩. দরজার ঠিক উপরের দিকে ঘড়ি ইনস্টল করা একেবারেই উচিত নয়।৪. বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোওয়ার ঘরে বিছানার একেবারে সামনে ঘড়ি লাগানো উচিত নয়। কারণ এর খারাপ প্রভাব থাকে।
advertisement
5/11
৫. এমন কোনও ঘড়ি ব্যবহার করা উচিত নয়, যেখানে সময় প্রকৃত সময়ের তুলনায় দেরিতে চলছে। সঠিক সময় সেট করতে হবে কিংবা সময় কয়েক মিনিট এগিয়ে রাখতে হবে।৬. সেই সঙ্গে ঘড়ির পরিচ্ছন্নতার উপরেও নজর দিতে হবে। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নোংরা ঘড়ি ব্যবহার করলে বাড়িতে ঝগড়াঝাটির উদ্রেক হয়।
advertisement
6/11
৭. ঘড়ি বন্ধ হয়ে গেল কি না সেদিকটাও দেখতে হবে। কারণ বন্ধ ঘড়ি জীবনে বাধাবিপত্তি ডেকে আনতে পারে।৮. দেওয়াল ঘড়ির কাচ যেন ভেঙে না যায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে। ৯. বাস্তু অনুযায়ী, নীল, কালো অথবা গেরুয়া রঙের দেওয়াল ঘড়ি ব্যবহার করা উচিত নয়।
advertisement
7/11
ঘড়ির মাপ কেমন হওয়া উচিত?ঘড়ি কোথায় ইনস্টল হচ্ছে সেটা তো জরুরিই, তার পাশাপাশি অবশ্য ঘড়ির মাপও যথাযথ হওয়া উচিত। ১. ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয়।
advertisement
8/11
১. ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয়।২. ঘরোয়া বিবাদ থাকলে বাড়িতে আট বাহুবিশিষ্ট দেওয়াল ঘড়ি ইনস্টল করতে হয়। ৩. ঘরে সব সময় গোলাকার ঘড়ি রাখা উচিত। এতে অর্থের আগমন ঘটে। সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনা এবং ব্যবসা অথবা কাজের উন্নতি হয়।
advertisement
9/11
৪. ডিম্বাকৃতি ঘড়িও ঘরে ইনস্টল করা যেতে পারে। পারিবারিক জীবনে এটা শান্তি আর সুখ বয়ে আনে।
advertisement
10/11
৫. স্বামী-স্ত্রীর সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পেলে শোওয়ার ঘরে হার্ট শেপের ঘড়ি রাখা উচিত। এতে স্বামী-স্ত্রীর ভালবাসা গভীর হবে।
advertisement
11/11
৬. বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে কখনওই ত্রিভুজাকার ঘড়ি ব্যবহার করা উচিত নয়। এতে ঘরে নেতিবাচকতা বাড়ে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Clock Vastu Tips: ছারখার হবে জীবন...! নেমে আসতে পারে চরম অন্ধকার...! ভুলেও ঘরের 'এই' দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল