TRENDING:

Chhath Puja 2023 Date: ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন

Last Updated:
Chhath Puja 2023 Date: যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বছর ছট পুজো কবে পড়েছে? কতদিন চলবে?
advertisement
1/8
ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন
উৎসবের মরশুমের শেষ ল্যাপে রয়েছে ছট পুজো। শুধু দীপাবলিই নয়। দেশজুড়েই নানা ব্রত, পুজো, উৎসব রয়েছে নভেম্বর ২০২৩-এ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
করওয়া চৌথ, ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটার পর রয়েছে ছট পুজো এবং দেথানী একাদশীর মতো বিভিন্ন উৎসব অনুষ্ঠান রয়েছে।
advertisement
3/8
যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বছর ছট পুজো কবে পড়েছে? কতদিন চলবে?
advertisement
4/8
পঞ্জিকা মতে, ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর ছট পুজো। উত্তর ভারতের অন্যতম বড় উৎসব হল ছট পুজো। সূর্য দেবতা এবং ষষ্ঠী মাতাকে উৎসর্গ করে এই পুজো করেন উত্তর ভারতের মানুষরা।
advertisement
5/8
ছট পুজোর নিয়ম কানুন খুবই কঠিন এবং এতে উপোস পালনকারী ভক্তদের ৩৬ ঘন্টা নির্জলা উপোস করতে হয়।
advertisement
6/8
ছট পুজোর সময় কিন্তু জল খাওয়া যায় না এবং এর নিয়ম কানুন বেশ শক্ত। তবে এর মধ্যেই ছট পুজোর একটা নিজস্ব আনন্দ রয়েছে।
advertisement
7/8
যদিও এই উৎসব সবাই পালন করেন না। মূলত বিহার এবং উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় এই ছট পুজোর চল রয়েছে। এইসব জায়গায় বেশ আড়ম্বর এবং প্রদর্শনীর সঙ্গে ছট পুজো পালন করা হয়।
advertisement
8/8
এরাজ্যেও ছট পুজো হয়। শিশুদের জন্য এই পুজো করেন সবাই। নারী এবং পুরুষ সবাই এই পুজো করতে পারেন এবং উপোস করতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chhath Puja 2023 Date: ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল