TRENDING:

Chandragrahan Astro Tips: রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু? চলবে কত ক্ষণ? বাড়ির ‘বিশেষ’ জায়গায় ও ‘এই’ গাছের নীচে জ্বালুন প্রদীপ! আপনাকে ছুঁতে পারবে না অশুভ শক্তি

Last Updated:
Chandragrahan Astro Tips: ভারতের আকাশে এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটাই দেখা যাবে। প্রচলিত রীতি অনুযায়ী, গ্রহণের দিন বা সেই নির্দিষ্ট সময়কালে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। না হলে সেটির অশুভ প্রভাব আমাদের উপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয়।
advertisement
1/10
কাল ‘রক্তাভ চাঁদের’ গ্রহণ কখন? এই ২ জায়গায় জ্বালুন প্রদীপ! পালাবে অশুভ শক্তি
রবিবার, ৭ সেপ্টেন্বর ভাদ্র পূর্ণিমায় দেখা যাবে চন্দ্রগ্রহণ। চলতি বছরে দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ এটি। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে রক্তাভ। তাই একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’।\
advertisement
2/10
ভাদ্র পূর্ণিমা বলে এদিন থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। ফলে এই দিনের জ্যোতিষ মাহাত্ম্য, গুরুত্ব বেড়ে গিয়েছে বহু গুণে। তবে সুতককাল শুরু হওয়ার আগেই পিতৃপক্ষের আচার পালন করতে হবে। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।
advertisement
3/10
ভারতের আকাশে এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটাই দেখা যাবে। প্রচলিত রীতি অনুযায়ী, গ্রহণের দিন বা সেই নির্দিষ্ট সময়কালে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। না হলে সেটির অশুভ প্রভাব আমাদের উপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয়।
advertisement
4/10
গ্রহণ শুরুর ন’ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতককাল। এই বছর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৫৭ মনিট থেকে। তার ন’ঘণ্টা আগে, অর্থাৎ দুপুরবেলাই শুরু হয়ে যাবে সুতককাল। এই কাল চলবে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ে কোনও শুভ কাজ করা চলবে না।
advertisement
5/10
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্তাভ চাঁদ’ বা ব্লাড মুন-ও বলা হয়ে থাকে।ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।
advertisement
6/10
৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে মধ্যরাত ১২টা ২২ মিনিট পেরিয়ে প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে রাত ২.২৫ মিনিটে।
advertisement
7/10
এই বিশেষ দিনে বাড়ির সদর দরজার দুই দিকে সামান্য আতপচাল বিছিয়ে দু’টি তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপের মুখ রাখতে হবে পূর্ব দিকে। মনে করা হয় এতে চন্দ্রগ্রহণের অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না।
advertisement
8/10
প্রকৃতপক্ষে গ্রহণের সময় প্রদীপ জ্বালিয়ে রাখা বহু প্রাচীন রীতি। কারণ বিদ্যু‍তের বাতি আসার আগে গ্রহণের সময়কার অন্ধকার অনেক বেশি গাঢ় ও নিকষ হত। তাই চাঁদের আলোর অভাবে পথচারী বা গৃহস্থদের যাতে কোনও অসুবিধে না হয়, তাই দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখা হত।
advertisement
9/10
এই দিনে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। অশ্বত্থগাছের নীচেও ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। এতে দূর হবে সব গ্রহদোষ। মুক্তি পাবেন শনির রোষানল থেকে।
advertisement
10/10
খালি চোখে ভুলেও চন্দ্রগ্রহণ দেখবেন না। অন্তঃসত্ত্বা, বয়স্ক ও শিশুরা গ্রহণের সময় বাড়ির বাইরে বার হবেন না। এ সময় ধারালো কোনও অস্ত্র ব্যবহার করা হয় না প্রাচীন রীতি অনুসারে। অনেক পরিবারে গ্রহণ চলাকালীন রাঁধা হয় না। আগে থেকে রান্না করা থাকলে তাতে তুলসিপাতা দিয়ে রাখা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandragrahan Astro Tips: রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু? চলবে কত ক্ষণ? বাড়ির ‘বিশেষ’ জায়গায় ও ‘এই’ গাছের নীচে জ্বালুন প্রদীপ! আপনাকে ছুঁতে পারবে না অশুভ শক্তি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল