TRENDING:

Chandra Grahan on Holi Astro Tips: রাত পোহালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দোলযাত্রা! তুলসিপাতা দিয়ে করুন বিশেষ কাজ! ভুলেও খাবেন না এটা! রাহু কেতুর গ্রাসে ছারখার জীবন! ভেসে যাবে ছন্নছাড়া সংসার

Last Updated:
Chandra Grahan on Holi Astro Tips:। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে বৃহস্পতিবার সকাল ১০.৩৭ মিনিটে এবং অন্যান্য পঞ্জিকা অনুযায়ী এদিন সকাল ১০.২৩ মিনিটে দোলপূর্ণিমা শুরু হচ্ছে।
advertisement
1/7
হোলিতে গ্রহণ! তুলসিপাতা দিয়ে করুন বিশেষ কাজ! খাবেন না এটা! রাহু কেতুর গ্রাসে ছারখার জীবন
শুক্রবার একদিকে দোলপূর্ণিমা, অন্যদিকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফলে দেখা দিয়েছে বিরল সংযোগ। রংখেলা, পুজো করা ও অন্যান্য আচার পালন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে বৃহস্পতিবার সকাল ১০.৩৭ মিনিটে এবং অন্যান্য পঞ্জিকা অনুযায়ী এদিন সকাল ১০.২৩ মিনিটে দোলপূর্ণিমা শুরু হচ্ছে।
advertisement
2/7
ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময়কালে উপছায়া স্পর্শ সকাল ৯টা ২৬ মিনিটে। গ্রহণ স্পর্শ শুরু সকাল ১০টা ৩৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে সকাল ১১টা ৫৬ মিনিটে। গ্রহণ মধ্য বেলা ১২টা ২৯ মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্তি দুপুর ১টা ২ মিনিটে। গ্রহণ মোক্ষ (সমাপ্তি ) দুপুর ২টো ১৮ মিনিটে। উপছায়া মোক্ষ (ত্যাগ) দুপুর ৩টে ৩২ মিনিটে। গ্রহণ স্থিতিকাল ৩ ঘণ্টা ৩৯ মিনিট।
advertisement
3/7
ভারতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়৷ তাই রংখেলা, পুজো ও অন্যান্য আচার আচরণ পালনে কোনও বাধা নেই৷ তবে পরম্পরাগত ভাবে সূর্য ও চন্দ্রগ্রহণে পালন করা হয়৷ বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
4/7
প্রচলিত বিশ্বাস, গ্রহণের সময় জীবাণু সক্রিয় হয়ে ওঠে৷ তাই এই সময় কোনও খাদ্য গ্রহণ করা উচিত নয়৷ একান্ত খেতেই হলে তাতে তুলসিপাতা দিয়েখেতে হবে৷ রান্না করা খাবারেও দিয়ে রাখতে হবে তুলসিপাতা৷ গ্রহণ চলাকালীন অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করুন৷
advertisement
5/7
অন্তঃসত্ত্বাদেরও গ্রহণকালে সতর্ক এবং সুরক্ষিত থাকতে বলা হয়৷ মনে করা হয় নিরাপদে থাকার আচরণবিধি পালন করলে মা এবং গর্ভস্থ শিশু নিরাপদে থাকবে৷
advertisement
6/7
গ্রহণ সমাপ্ত হলে বাড়ির সর্বত্র এবং পরিবারের সদস্যদের উপর ছিটিয়ে দিন গঙ্গাজল৷ এতে দোষ কেটে শুদ্ধতা আসে৷ বাড়িঘরের সর্বত্র পরিষ্কার করুন গ্রহণ সমাপ্ত হলে৷ ভাগ্যে চন্দ্রদোষ কাটাতে দরিদ্রকে তিল এবং আটা দান করুন৷
advertisement
7/7
গ্রহণ চলাকালীন আমিষ আহার এবং নেশাদ্রব্য গ্রহণ করবেন না৷ রান্না না করাও বাঞ্ছনীয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan on Holi Astro Tips: রাত পোহালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দোলযাত্রা! তুলসিপাতা দিয়ে করুন বিশেষ কাজ! ভুলেও খাবেন না এটা! রাহু কেতুর গ্রাসে ছারখার জীবন! ভেসে যাবে ছন্নছাড়া সংসার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল