TRENDING:

Chanakya Niti: একেবারে মোহিত হয়ে গেছেন! কিন্তু এই ধরনের মহিলারা কখনই সুখের সংসার গড়ে তোলেন না, ফলে একদম বিয়ে করবেন না এই মহিলাদের

Last Updated:
Chanakya Niti: বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এরকম মেয়েদের ভুলেও বিয়ে করবেন না...
advertisement
1/8
একেবারে মোহিত, এই ধরনের মহিলারা কখনই সুখের সংসার গড়ে তোলেন না, এরকম বিয়ে নয়
Chanakya Niti:  চাণক্যের কূটনীতির জ্ঞান বহু শত বছর পরেও আজও প্রাসঙ্গিক৷ তাঁর সেই সব নীতি এখনও একই ভাবে প্রযোজ্য হয় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে৷ তবে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কি চাণক্য নিজের জ্ঞানের প্রকাশ সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নাকি? না তা নয়৷ বরং জীবনে বিভিন্ন ছোটখাটো থেকে বড় ঘটনা নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন তিনি৷ তাঁর মধ্যে একটি হল কী রকমভাবে নারী নির্বাচন করবেন পুরুষরা৷ Photo- Representative
advertisement
2/8
স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, বিশ্বাস  দুই খুব দামী অনুভূতি৷ এই সম্পর্কে পুরো জীবনে একে অপরকে ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
advertisement
3/8
যাঁকে ভাবী স্ত্রী হিসেবে নির্বাচন করছেন তাঁর একটি গুণ অতি অবশ্যই থাকতে হবে৷ সেটা হল বিশ্বাসযোগ্যতা৷  ভাবী স্ত্রী হিসেবে যাঁকে দেখছেন তাঁর যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এবং সে কথা নানাভাবে ঘুরিয়ে বলে তাহলে সেই ধরণের মহিলা ভাল জীবনসঙ্গী হতে পারেন না৷ Photo- Representative
advertisement
4/8
বিয়ের জন্য এমন মহিলা বাছবেন না যাঁর নিজেদের সৌন্দর্য্য নিয়ে অত্যন্ত দম্ভ বোধ করেন৷ চাণক্যের মতে বিয়ের জন্য সুন্দরী মেয়ে কোনও প্রয়োজনী হতে পারেন না৷ তাঁর মতে কোনও মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে মনটা খুব গুরুত্বপূর্ণ৷ সুন্দরী মেয়েরা সাধারণত ভাল স্ত্রী হন না৷ Photo- Representative
advertisement
5/8
রহস্য ঘেরা এবং ফিসফিস করে কথা বলেন যাঁরা তাঁদের মন পরিষ্কার হয় না এমনটাই মনে করেন চাণক্য৷ তাঁর মতে একটু রহস্যময়ী নারীর নিজেদের নিয়ে এত স্তরে স্তরে রাখেন যে আসল মানুষটার তল পাওয়া হয় না৷ ফলে এই ধরণের মহিলারা কখনই ভাল ঘরণী হতে পারেন না বলেই ধারণা চাণক্যের৷ Photo- Representative
advertisement
6/8
এছাড়াও যে মহিলার খুবই মুখরা হন তাঁদের নিয়েও গার্হস্থ্য জীবন সাজানো উচিত নয়৷ মহিলাদের বাক্যের ক্ষেত্রে একটু শান্ত -সংযত হওয়ার কথাই বলতেন চাণক্য৷ ফলে যে মহিলারা খুবই উচ্চগলায় এবং কড়া ভাষায় কথা বলে তাঁদের নিয়ে দাম্পত্য জীবন সুখের হয় না৷ Photo- Representative
advertisement
7/8
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে। Photo- Representative
advertisement
8/8
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chanakya Niti: একেবারে মোহিত হয়ে গেছেন! কিন্তু এই ধরনের মহিলারা কখনই সুখের সংসার গড়ে তোলেন না, ফলে একদম বিয়ে করবেন না এই মহিলাদের
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল