TRENDING:

Chankaya Niti For Get Success In Career: কীভাবে সফল হবেন কেরিয়ারে? মেনে চলুন চাণক্যের এই পাঁচ বাণী, সাফল্য আপনার হাতের মুঠোয়

Last Updated:
Chankaya Niti For Get Success In Career: মহাজ্ঞানী চাণক্য তাঁর অর্থশাস্ত্রে শুধু যে অর্থশাস্ত্র নিয়ে লিখে গিয়েছেন তেমনটা নয়। জীবনের নানা দিক নিয়ে মতামত দিয়ে গিয়েছেন। কেরিয়ারের সাফল্য পেতে গেলে কী করতে হবে তাও বলে গিয়েছেন চাণক্য। এই প্রতিবেদনে চাণক্যের নীতি মেনে কেরিয়ারের ৫টি টিপস দেওয়া হল। যা মেনে চলসে সাফল্য আসবেই।
advertisement
1/6
কীভাবে সফল হবেন কেরিয়ারে? মেনে চলুন চাণক্যের পাঁচ বাণী, সাফল্য আপনার হাতের মুঠোয়
মহাজ্ঞানী চাণক্য তাঁর অর্থশাস্ত্রে শুধু যে অর্থশাস্ত্র নিয়ে লিখে গিয়েছেন তেমনটা নয়। জীবনের নানা দিক নিয়ে মতামত দিয়ে গিয়েছেন। কেরিয়ারের সাফল্য পেতে গেলে কী করতে হবে তাও বলে গিয়েছেন চাণক্য। এই প্রতিবেদনে চাণক্যের নীতি মেনে কেরিয়ারের ৫টি টিপস দেওয়া হল। যা মেনে চলসে সাফল্য আসবেই।
advertisement
2/6
চাণক্যের মতে কেরিয়ারে সফল হতে হলে সব অভিজ্ঞতা নিজে থেকে শেখা বা আয়ত্ত করা যায় না। তা করতে হলে অনেক সময় ব্যয় হয়ে যায়। তাই অন্যের ভুল থেকে নিজেকে শিক্ষা নিতে হবে। যাতে আপনি নিজে আর সেই ভুল না করেন।
advertisement
3/6
নিজের জীবনে সাফল্য অর্জন করার জন্য অনেকেরই নানা রকমের পরিকল্পনা থাকে। সেই সকল পরিকল্পনা সবসময় গোপন রাখা উচিৎ। নিজের সবথেকে কাছর বন্ধুকেও তা না বলাই ভাল। এমনটাও হতে পারে আপনার পরিকল্পনা সে কাজে লাগিয়ে সাফল্য পেয়ে গেল।
advertisement
4/6
চাণক্যের মতে কেরিয়ারে সাফল্য পাওয়ার আরও একটি মূলমন্ত্র হল আত্মবিশ্বাস। জীবনে অনেক কঠিন সময় আসবে তা আপনার জন্যও হতে পারে বা আপনার পরিবারের জন্যও হতে পারেষ কিন্তু যে কোনও পরিস্থিতিতেই যেন আত্মবিশ্বাসে চির না ধরে। মনোবল হল জীবনের সবথেকে বড় মিত্র। তাই হাল না ছাড়া লক্ষ্যের পিছনে ছুটে যেতে হবে।
advertisement
5/6
আপনার কথা-বার্তা ও আচার-ব্যবহারে মিষ্টতা কেরিয়ারের সাফল্যের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছে চাণক্য। মানুষের মুখের কথার অনেক জোর রয়েছে। তাই শান্ত, মিতভাষীরা কেরিয়ারে অন্যান্যদের তুলনায় দ্রুত সাফল্য অর্জন করে থাকে।
advertisement
6/6
চাণক্যের মতে, সাফল্য তাড়াতাড়ি পেতে কখনও ভুল পথে হাঁটবেন না। সহজ এবং অনৈতিক উপায়ে সাফল্য পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই সাফল্য যেহেতু অসৎ পথে তা বেশি দিন স্থায়ী হয় না। ভুল পথে অর্জন করা সাফল্য মানুষকে খুশি করতে পারেনা। পাপ অর্জন বেশি হয়। তাই সঠিক পথে থেকে একটু দেরিতে সাফল্য আসলেও তা স্থায়ী হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chankaya Niti For Get Success In Career: কীভাবে সফল হবেন কেরিয়ারে? মেনে চলুন চাণক্যের এই পাঁচ বাণী, সাফল্য আপনার হাতের মুঠোয়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল