TRENDING:

Chanakya Niti: আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আদৌ আপনার প্রতি বিশ্বাসযোগ্য, চাণক্য বলেছেন সঠিক মানুষ চিনে নেওয়ার উপায়

Last Updated:
Chanakya Niti: এই ধরণের পুরুষরা ভীষণভাবে শরীরি আসক্তিতে আসক্ত হন৷ এভাবে বেশিদিন আটকে রাখা যায় না মানুষকে৷ ফলে জীবনসঙ্গী বাছার আগেই সতর্ক হন, এই ধরণের চরিত্রের পুরুষরা কখনই দীর্ঘমেয়েদী রিলেশনশিপের জন্য ভাল পার্টনার হন না৷
advertisement
1/13
আপনার স্বামী আদৌ আপনার প্রতি বিশ্বাসযোগ্য, চাণক্য বলেছেন সঠিক মানুষ চেনার উপায়
Chanakya Niti: আচার্য চাণক্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি সেই জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিশেষ অভিজ্ঞ পরামর্শও দিয়েছেন যা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কাজে লাগে৷ তিনি দাম্পত্য অর্থাৎ স্বামী -স্ত্রীর সম্পর্ক নিয়েও কথা বলেছেন৷ তাঁর মতে স্বামী ও স্ত্রী- একে অপরকে পরিপূরণ করে৷ তাঁরা একে অপরকে শারীরিক ও মানসিক রূপে সঙ্গ দেন৷ Photo- Represnetative
advertisement
2/13
আচার্য চাণক্যকে একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে পাওয়া যায়৷  তিনি জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির আচরণ কেমন হওয়া উচিত এবং তাঁদের সকলের কর্তব্য ও অধিকার কী হওয়া উচিত তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। Photo- Represnetative
advertisement
3/13
আচার্য চাণক্য বিবাহের রীতিকে সমাজের সুষ্ঠু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও বিয়ে করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কী কী গুণাবলী থাকা উচিত তা বিশদভাবে তিনি তাঁর নীতি নির্ধারক দর্শনে বলে দিয়েছেন৷ Photo- Represnetative
advertisement
4/13
যেমন তিনি মহিলাদের বিয়ের জন্য বাছাই করার জন্য বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য বলেছেন ঠিক তেমনই কোন পুরুষকে জীবনসঙ্গী করবেন তাঁকে নিয়েও কথা বলেছেন৷
advertisement
5/13
যে সব পুরুষদের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তা আসে তাঁরা কখনই ভাল হন না৷
advertisement
6/13
শরীরের আকর্ষণেই যে পুরুষরা থাকেন তাঁদের চেনার উপায় বাতলে দিয়েছেন চাণক্য৷
advertisement
7/13
কামুক পুরুষকে চিনে না নিতে পারলে জীবনসঙ্গী হিসেবে ভুল পুরুষ বাছলে পস্তাতে হবে৷
advertisement
8/13
যে পুুরুষরা অত্যন্ত বেশি সাজগোজের দিকে নজর দেন এবং দামী দামী পোশাক পরা বিশ্বাস করেন তাঁদের দিকে মেয়েরা ছুটে যান৷ কিন্তু সেইরকম পুরুষরা খুব একটা বিশ্বাসযোগ্য নন৷
advertisement
9/13
যে পুরুষরা বিভিন্ন মহিলাদের বিভিন্ন জায়গায় চোখে দেখে মন গরম করে নেন, তাঁরা ভাল মানুষ হন না৷ তাঁরা বিভিন্ন মহিলারা সঙ্গে সব সময়েই বন্ধুত্ব করার ছুতো খুঁজতে থাকেন৷
advertisement
10/13
এই ধরণের পুরুষরা স্ত্রী ও বান্ধবীকে একে অপরের থেকে লুকিয়ে রাখেন৷ তাঁরা সব বান্ধবীদের বিষয়েও সকলকে বলেন না৷ এঁরা নিজেদের বহুগামিতাকে বজায় রাখার জন্য যে কোনও পর্যায় পর্যন্ত যেতে পারেন৷
advertisement
11/13
দীর্ঘদিন কোনও একটি বিষয়ে এঁরা আটকে থাকেন না, কোনও একটি বস্তু বা ব্যক্তি এঁদের বেশিদিন প্রিয় থাকে না৷
advertisement
12/13
লালসার ভোগে এঁরা একেবারে ডুবে থাকেন এই ধরণের মানুষ এঁরা৷ বহুগামিতা এঁরা চেষ্টা করেও এড়াতে পারেন না৷ লোভী ও কামুক প্রকৃতির হন এই পুরুষেরা৷
advertisement
13/13
এই ধরণের পুরুষরা ভীষণভাবে শরীরি আসক্তিতে আসক্ত হন৷ এভাবে বেশিদিন আটকে রাখা যায় না মানুষকে৷ ফলে জীবনসঙ্গী বাছার আগেই সতর্ক হন, এই ধরণের চরিত্রের পুরুষরা কখনই দীর্ঘমেয়েদী রিলেশনশিপের জন্য ভাল পার্টনার হন না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chanakya Niti: আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আদৌ আপনার প্রতি বিশ্বাসযোগ্য, চাণক্য বলেছেন সঠিক মানুষ চিনে নেওয়ার উপায়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল