Chanakya Niti: এদের বন্ধু ভেবে ঠকছেন কিন্তু, এই ৫ জনের কাছে মনের কথা খুলে বললে ভবিষ্যতে খুবই অনুশোচনা করবেনই
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বন্ধু ভেবে মনের সব কথা বলছেন, খুব ভুল করছেন৷ পরে অনুশোচনা হতে পারে৷ ভুল করেও এই ৫ জনের কাছে আপনার দুঃখের কথা বলবেন না।
advertisement
1/7

চাণক্য নীতি: বন্ধু ভেবে মনের সব কথা বলছেন, খুব ভুল করছেন৷ পরে অনুশোচনা হতে পারে৷ ভুল করেও এই ৫ জনের কাছে আপনার দুঃখের কথা বলবেন না।
advertisement
2/7
চাণক্য নীতি: আচার্য চাণক্যে জীবন বিষয় কিছু পরামর্শ দিয়েছিলেন যা তাঁর নীতি বইতে উল্লেখ করা রয়েছে৷ চাণক্য নীতি এমন কিছু লোকের কথা উল্লেখ করেছেন যাদের সঙ্গে কোনও রকম দুঃখ ভাগ করা উচিত নয়। কারণ এই এদের কাছে দুঃখের কথা বলে আপনি ভুল করছেন, পরে বুঝবেন৷ ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে। কিন্তু কেন অনুশোচনা করবেন?
advertisement
3/7
অনেকে আপনার অগ্রগতি বা সাফল্যে খুব ঈর্ষান্বিত। এ ছাড়া নিরাপত্তাহীনতার কারণে এসব মানুষ বিরক্ত হতে থাকে। চাণক্য নীতি অনুসারে, এই লোকদের তাদের দুঃখ প্রকাশ করা উচিত নয়। এই লোকেরা দেখাবে যে তারা আপনার প্রতি সান্ত্বনা দিচ্ছে তবে এই লোকেরা ভিতরে থেকে খুশি হতে পারে।
advertisement
4/7
চাণক্য নীতিতে বলা হয়েছে, যারা সব কিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় নেয় না তাদের সঙ্গে দুঃখ ভাগ করা উচিত নয়। আপনার দুঃখকে নিয়েও উপহাস করতে পারেন। আপনি আপনার কষ্ট এবং দুঃখ অন্য কারও সঙ্গে মজা করে ভাগ করে নিতে পারেন৷
advertisement
5/7
এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা সবাইকে তাদের বন্ধু বানিয়ে ফেলেন৷ একটা কথাও আছে যে সবার বন্ধু সে কারও বন্ধু নয়। এরা সঠিক এবং ভুল উভয় ক্ষেত্রেই ব্যক্তিকে সমর্থন করে। এই ধরনের লোকদের কাছে কখনও নিজের দুঃখের কথা বলা উচিত নয়। এই লোকেরা আপনার দুঃখ বা গোপন কথা অন্য কাউকে বলতে পারে। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে৷
advertisement
6/7
অনেকেই আছেন যারা শুধু নিজের কথাই ভাবেন, অন্যের ভাল-খারাপ নিয়ে চিন্তিত নন৷ এই লোকেরা কাউকে পাত্তা দেয় না। যদি কারও ক্ষতি করে তাদের জন্য উপকারী হয়, তাহলে এই লোকেরাও সেই কাজ করতে পারে। এদের সঙ্গে কারও দুঃখ শেয়ার করা উচিত নয়। এই লোকেরা কখনই আপনার কষ্ট এবং কষ্ট বুঝবে না।
advertisement
7/7
অনেকে রয়েছেন যারা খুব বেশি কথা বলেন এবং কিছু না বুঝে কাউকে কিছু বলে ফেলে। এই মানুষদের থেকে দূরে থাকুন৷ এছাড়াও, এই লোকেদের কাছে কারও দুঃখের কথা বলা উচিত নয়। এই লোকেরা বিকৃত করতে পারে এবং নেতিবাচক উপায়ে কারও কাছে আপনার ব্যথা এবং যন্ত্রণা জানাতে পারে।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chanakya Niti: এদের বন্ধু ভেবে ঠকছেন কিন্তু, এই ৫ জনের কাছে মনের কথা খুলে বললে ভবিষ্যতে খুবই অনুশোচনা করবেনই