Chaitra Sankranti 2024: চৈত্র সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই কয়েকটি কাজ! পথের ভিখারি হয়ে যাবেন! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Chaitra Sankranti 2024: চৈত্র সংক্রান্তিতে এই সব কাজ একেবারেই করতে নেই! নতুন বছরকে ভাল করতে হলে এখুনি জানুন জ্যোতিষীর মত!
advertisement
1/6

নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি পালন হয়। জ্যোতিষবিদ বিপুল কুমার দাস জানান, এই চৈত্রসংক্রান্তির দিনই হিন্দু ধর্মের সবথেকে প্রধান উৎসব চড়ক মেলা হয়। চৈত্র সংক্রান্তির এই দিনে কোন তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পূণ্য লাভ হয় বলে হিন্দু প্রথায় বিশ্বাস করা হয়। এছাড়াও এইদিন স্নানের পর প্রবীণ মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মঙ্গল হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
চৈত্র সংক্রান্তির এই দিনে আমিষ খাবার খাওয়া উচিৎ নয়। নিরামিষ খাবার দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদরূপে গ্রহণ করা উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
চৈত্র সংক্রান্তির দিন যদি স্নান করে ব্রত পালন করে তারপর দরিদ্রকে কিছু দান করা যায়, তাহলে তা সুফল দায়ক। এতে দৈন্য দশা থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা যায়।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
চৈত্র সংক্রান্তির দিন প্রতিটি বাড়িতেই বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা হয়। বছরের শেষ দিনে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে চৈত্র মাসকে বিদায় জানানোকে পূণ্যের কাজ বলে মনে করা হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
উত্সব মানেই নতুন, রঙিন ও জমকালো পোশাক৷ কিন্তু ব্যতিক্রম চৈত্র সংক্রান্তি৷ শাস্ত্র মতে, এ দিন সকলকে বিশেষ করে মহিলা পুণ্যার্থীদের অত্যন্ত সাধারণ পোশাক পরা উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
চৈত্র সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজের সূচনা হয়, তাই এই পবিত্র দিনে ক্রোধ বা রাগ বর্জন করা অত্যন্ত জরুরী। হিংসা, লোভ ঝেড়ে ফেলা, কাউকে কটূকথা বলা থেকে বিরত থাকা উচিৎ।তথ্য - সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chaitra Sankranti 2024: চৈত্র সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই কয়েকটি কাজ! পথের ভিখারি হয়ে যাবেন! জানুন