Astrology: কবে থেকে শুরু চৈত্র নবরাত্রি? কোন বাহনে আগমন দেবীর? দেখে নিন আরাধনার সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Astrology: চৈত্র নবরাত্রিতে ভক্তরা নিষ্ঠা ও পূর্ণ ভক্তির সঙ্গে দেবী দুর্গার আরাধনা করেন। এতে ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়।
advertisement
1/8

*নবরাত্রি উৎসবকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নবরাত্রি উৎসব বছরে চারবার পালিত হয়। যার একটি হল শারদীয়া নবরাত্রি এবং অন্যটি চৈত্র নবরাত্রি এবং দুটি গুপ্ত নবরাত্রি।
advertisement
2/8
*হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে চৈত্র নবরাত্রি। এই বছর ৯ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। যা শেষ হবে আগামী ১৭ এপ্রিল চৈত্র রাম নবমীর দিনে।
advertisement
3/8
*আমাদের এই হিন্দু উৎসবের পিছনে নানা পৌরাণিক কাহিনি জড়িত রয়েছে। আমাদের হিন্দু ধর্মে এই চৈত্র নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। চৈত্র নবরাত্রিতে ভক্তরা নিষ্ঠা ও পূর্ণ ভক্তির সঙ্গে দেবী দুর্গার আরাধনা করেন। এতে ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়।
advertisement
4/8
*ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রির সময় মা জগদম্বার ৯ রূপের পুজো করা হয়। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে।
advertisement
5/8
*চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি ৮ এপ্রিল রাত ১১টা বেজে ৫০ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন ৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় শেষ হবে। তাই ঘট স্থাপনের শুভ সময় সকাল ৬টা বেজে ২ মিনিট থেকে ১০টা বেজে ১৬ মিনিট পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত শুরু হবে সকাল ১১টা বেজে ৫৭ মিনিট থেকে ১২টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত।
advertisement
6/8
*মা দুর্গার আগমনের যাত্রা ও তাৎপর্যঃ পৌরাণিক বিশ্বাস অনুসারে, নবরাত্রি শনি বা মঙ্গলবার শুরু হয়, ওইদিন মা দুর্গা ঘোড়ায় চড়ে আসেন। এর ভিত্তিতেই এই বছর ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন মা দুর্গা।
advertisement
7/8
*চৈত্র নবরাত্রিতে এই ৯ দেবীর পুজো করা হয়ঃ চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার এই নয়টি রূপের পূজা করার নিয়ম রয়েছে, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
advertisement
8/8
*নবমী তিথি রাম নবমী নামেও সুপরিচিত, শ্রীরামের জন্মোৎসব এ দিন অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: কবে থেকে শুরু চৈত্র নবরাত্রি? কোন বাহনে আগমন দেবীর? দেখে নিন আরাধনার সম্পূর্ণ নির্ঘণ্ট