TRENDING:

Chaitra Navratri: শুরু হয়েছে চৈত্র নবরাত্রি! কলস স্থাপনের শুভ মুহূর্ত কখন এবং কী কী করণীয়? পরামর্শ দিচ্ছেন পূর্ণিয়ার জ্যোতিষাচার্য

Last Updated:
Chaitra Navratri 2023: চৈত্র নবরাত্রি এবং আশ্বিন মাসের নবরাত্রি খুবই জনপ্রিয়। চৈত্র নবরাত্রি প্রসঙ্গে তিনি জানান, সম্পদের পাশাপাশি স্বাস্থ্য লাভ করার জন্য এই নবরাত্রিতে বিশেষ মন্ত্র জপ করলে দারুণ উপকার মিলবে।
advertisement
1/4
শুরু হয়েছে চৈত্র নবরাত্রি! কলস স্থাপনের শুভ মুহূর্ত কখন এবং কী কী করণীয়?
শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। আজ, বুধবার অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। আর তা চলবে আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত। এবার এই নবরাত্রিতে মায়ের বিশেষ কৃপা বজায় থাকবে। পূর্ণিয়ার জ্যোতিষী পণ্ডিত দয়ানাথ মিশ্রর কথায়, মোট চারটি নবরাত্রি রয়েছে। যথা - চৈত্র নবরাত্রি, আশ্বিন নবরাত্রি, গ্রীষ্মকালীন নবরাত্রি এবং শিশির নবরাত্রি। এর মধ্যে অবশ্য চৈত্র নবরাত্রি এবং আশ্বিন মাসের নবরাত্রি খুবই জনপ্রিয়। চৈত্র নবরাত্রি প্রসঙ্গে তিনি জানান, সম্পদের পাশাপাশি স্বাস্থ্য লাভ করার জন্য এই নবরাত্রিতে বিশেষ মন্ত্র জপ করলে দারুণ উপকার মিলবে।
advertisement
2/4
কলস স্থাপনের শুভ মুহূর্ত: পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেন, এবারের চৈত্র নবরাত্রি ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। বুধবার রাত ৯টা পর্যন্ত থাকবে প্রতিবদ্ধা। কলস স্থাপনের শুভ সময় সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত থাকবে। এর পর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত কলস স্থাপন করা যাবে না। তবে আবার সকাল ১০টা ৩০ মিনিট দুপুর ১২টা পর্যন্ত কলস স্থাপন করা যাবে।
advertisement
3/4
নবরাত্রির পুজো চলাকালীন এই সব জিনিস থেকে বিরত থাকা উচিত: পণ্ডিত দয়ানাথ মিশ্রর বক্তব্য, নবরাত্রি চলাকালীন মদ, মাংস, মাছ, পেঁয়াজ, রসুন খাওয়া উচিত নয়। এই সব খাদ্যদ্রব্য এড়িয়ে না চললে মাতা কুপিত হতে পারেন। তাঁর ব্যাখ্যা, যে সব ভক্তরা দুর্গাপুজো অর্থাৎ নবরাত্রির পুজো করছেন, তাঁদের নিরামিষ ভোজন করা উচিত। কোনও সাধক যদি উপবাস রাখেন, তাহলে তাঁদের নিরামিষ ভোজন, সৈন্ধব লবণ সেবন এবং দিনের বেলায় ফলাহার করা উচিত। এতে সাধকরা বিশেষ সুবিধা এবং সর্বোত্তম ফল লাভ করতে পারেন।
advertisement
4/4
ধন-সম্পদ এবং আরোগ্য লাভ করার জন্য এই সব মন্ত্রের জপ করা উচিত: পণ্ডিত দয়ানাথ মিশ্রর বক্তব্য, কোনও ব্যক্তি যদি ধন-সম্পদ এবং আরোগ্য লাভ করতে চান, তাহলে তাঁর এই মন্ত্র জপ করা উচিত। নবরাত্রি চলাকালীন ‘সর্ববাধা বিনির্মুক্তো ধন-ধান্য সুতান্বিতঃ, মনুষ্যো মৎপ্রসাদেন, ভবিষ্যতি ন সংশয়ঃ’ মন্ত্র জপ করলে ভক্তরা সুখ, শান্তি, সম্পদ এবং স্বাস্থ্য লাভ করতে পারবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chaitra Navratri: শুরু হয়েছে চৈত্র নবরাত্রি! কলস স্থাপনের শুভ মুহূর্ত কখন এবং কী কী করণীয়? পরামর্শ দিচ্ছেন পূর্ণিয়ার জ্যোতিষাচার্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল