TRENDING:

Cat Crossing Path Superstition: বিড়াল পথ কাটলে কি সত্যিই সেটা অশুভ সঙ্কেত, নাকি শুধুই গুজব? জানুন আসল সত্যিটা...

Last Updated:
Cat Crossing Path Superstition: বিড়াল পথ কাটলে অশুভ কিছু ঘটবে, এই ধারণা বহুদিনের। কিন্তু এর পেছনে কি আদৌ কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে? বিশিষ্ট পণ্ডিতের মতে, এটি নিছক কুসংস্কার, এবং সমাজের উচিত যুক্তিবাদী চিন্তা অবলম্বন করা...
advertisement
1/9
বিড়াল পথ কাটলে কি সত্যিই সেটা অশুভ সঙ্কেত, নাকি শুধুই গুজব? জানুন আসল সত্যিটা...
আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যদি কোনও বিড়াল আপনার রাস্তা কেটে যায়, তবে তা অশুভ কিছু ঘটার ইঙ্গিত দেয়। সমাজে এই ধারণাটি বহুদিন ধরে প্রচলিত আছে। কিন্তু এর পেছনে কোনও বাস্তবতা আছে কি? নাকি এটি শুধুই একটি মিথ? গোড্ডার বিশিষ্ট পণ্ডিত সতীশ ঝা এই বিষয়ে ধর্মীয়, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিয়েছেন।
advertisement
2/9
পণ্ডিত সতীশ ঝা জানান, বিড়াল পথ কাটলে অশুভ এমন ধারণার শুরু প্রাচীন কালের সংস্কৃতি থেকে। তখন বৈজ্ঞানিক ব্যাখ্যার অভাবে মানুষ নানা ঘটনার ব্যাখ্যা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে করত। যেমন, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে যায়, সেটিকে অশুভ বলে মনে করা হত। এমন সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাটাই ছিল "সমাধান"।
advertisement
3/9
বিজ্ঞান মতে, বিড়াল কেবলমাত্র একটি সাধারণ প্রাণী, যার কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা নেই। এটি তার আশপাশের পরিবেশের প্রতি মাত্রাতিরিক্ত সংবেদনশীল। পণ্ডিত ঝা জানান, প্রকৃতির কিছু পরিবর্তন বা দুর্যোগ প্রাণীরা আগে টের পেতে পারে, কিন্তু তাতে বিড়ালের পথ কাটা ও অশুভ কিছু ঘটার মাঝে কোনও সরাসরি সম্পর্ক নেই।
advertisement
4/9
এই ধরনের অন্ধবিশ্বাস সমাজে ভুল বার্তা ছড়ায় এবং মানুষের যৌক্তিক চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করে। তাছাড়া, এর ফলে নিরীহ প্রাণী বিড়ালের প্রতিও মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়। ফলে তারা অহেতুক ভয় বা ঘৃণার শিকার হয়।
advertisement
5/9
সমাজের দরকার যৌক্তিক চিন্তা পণ্ডিত সতীশ ঝা বলেন, এখন সময় এসেছে সমাজকে সচেতন ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে। বিড়াল পথ কাটা একটি স্বাভাবিক ঘটনা — একে অশুভতার সঙ্গে যুক্ত করার কোনও বাস্তব ভিত্তি নেই।
advertisement
6/9
শিশুদের শেখাতে হবে যৌক্তিকতা এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে গেলে আমাদের শিশুদের ছোট থেকেই যৌক্তিক চিন্তার চর্চা শেখাতে হবে। যেন তারা ভবিষ্যতে এমন অযৌক্তিক ধ্যানধারণায় না জড়িয়ে পড়ে।
advertisement
7/9
ধর্মীয় বিশ্বাসের সম্মান, তবে যুক্তিকে প্রাধান্য ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসগুলো সমাজের ঐতিহ্যের অংশ — তাদের প্রতি সম্মান থাকা উচিত। তবে সেই সঙ্গে প্রয়োজন যুক্তি ও বিজ্ঞানের আলোকে সেগুলোর বিশ্লেষণ করা। অন্ধভাবে বিশ্বাস করলেই সমাজ পিছিয়ে পড়ে।
advertisement
8/9
বিড়ালের পথ কাটা একেবারে স্বাভাবিক একটি ঘটনা। এটি কোনো অশুভ বা অনর্থের পূর্বাভাস নয়। যুক্তিবাদী চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক মনোভাবই আমাদের সমাজকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করতে পারে।
advertisement
9/9
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Cat Crossing Path Superstition: বিড়াল পথ কাটলে কি সত্যিই সেটা অশুভ সঙ্কেত, নাকি শুধুই গুজব? জানুন আসল সত্যিটা...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল