Career Horoscope: অগাস্টে চাকরি হতে পারে কোন কোন রাশির জাতক-জাতিকার? কী বলছে জ্যোতিষ জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Career Horoscope: এ মাসে কোন কোন রাশির জাতক-জাতিকাদের চাকরির সম্ভাবনা রয়েছে জানুন।
advertisement
1/8

যাঁরা জ্যোতিষ মানেন, তাঁদের জন্য এটি খুবই জরুরি। গ্রহের অবস্থানেই জ্যোতিষের বড় কর্মকাণ্ড। এ মাসে কোন কোন রাশির জাতক-জাতিকাদের চাকরির সম্ভাবনা রয়েছে জানুন। এর জন্য প্রথমেই জানতে হবে অগাস্ট ২০২৩-এ গ্রহের অবস্থান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
মেষ রাশিতে একত্রে অবস্থান দেবগুরু বৃহস্পতি এবং রাহুর। কর্কট রাশিতে অবস্থান রবির। আগামী ১৭ অগাস্ট রবি রাশি পরিবর্তন করে নিজ ক্ষেত্র সিংহ রাশিতে গমন করবে। সিংহ রাশিতে মাসের প্রথম দিন অবস্থান করবে মঙ্গল, বুধ এবং শুক্র। শুক্র বক্র গতিতে অবস্থানের কারনে আগামি ৭ অগাস্ট পূর্ববর্তী কর্কট রাশিতে পুনর্গমন করবে।
advertisement
3/8
মঙ্গল ১৮ অগাস্ট পরবর্তী কন্যা রাশিতে গমন করবে। বুধ ২৪ অগাস্ট গতি পরিবর্তন করে বক্র প্রাপ্ত হবে। তুলা রাশিতে অবস্থান কেতুর। মাসের প্রথম দিন মকর রাশিতে অবস্থান করবে চন্দ্র। নিজ ক্ষেত্র কুম্ভ রাশিতে বক্র গতিতে অবস্থান শনির।
advertisement
4/8
বৃশ্চিক: বৃশ্চিক রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান মঙ্গল, শুক্র এবং বুধের । দৃষ্টি সম্পর্ক রাহু , বৃহস্পতি এবং শনির সহিত । কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
advertisement
5/8
মকর: মকর রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান কেতুর। দৃষ্টি সম্পর্ক রাহু এবং বৃহস্পতির সহিত। মকর রাশির কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
advertisement
6/8
মীন: মীন রাশির কর্ম ক্ষেত্র অধিপতির রাহুর সহিত অবস্থান, কর্ম ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে দৃষ্টি। কর্ম ক্ষেত্রে শুভ ফল দান করবে।
advertisement
7/8
মেষ: মেষ রাশির কর্মক্ষেত্র মকর রাশি, অধিপতি শনি। শনি নিজ ক্ষেত্রে অবস্থান করলেও মাসের প্রথম অর্ধে রবির সহিত দৃষ্টি সম্পর্কের কারণে কর্ম ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং জটিলতা সৃষ্টির সম্ভাবনা। পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
advertisement
8/8
কর্কট: কর্কট রাশির কর্ম ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং রাহুর কর্ম ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্ম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। এছাড়াও কন্যা ও তুলা রাশির সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Career Horoscope: অগাস্টে চাকরি হতে পারে কোন কোন রাশির জাতক-জাতিকার? কী বলছে জ্যোতিষ জানুন