Capricorn: রাশিচক্রের দশম রাশিতে জন্ম? তাহলে আপনার মধ্যে এই সমস্ত বিশেষ গুণ থাকবেই থাকবে, জেনে নিন মকর রাশির জাতক-জাতিকারা কেমন হন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Capricorn Personality Traits: রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মূলত ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির (Sun Sign) মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই হন মকর রাশির (Capricorn) জাতক-জাতিকা। আর এই মকর রাশিতে যাঁদের জন্ম, তাঁরা কিছু দুর্দান্ত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। আজকের প্রতিবেদনে তার সম্পর্কেই জেনে নেওয়া যাক।
advertisement
1/13

রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মূলত ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির (Sun Sign) মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই হন মকর রাশির জাতক-জাতিকা। (চন্দ্র রাশি বা Moon Sign-এর ক্ষেত্রে আলাদা রাশি হতে পারে) আর এই মকর রাশিতে যাঁদের জন্ম, তাঁরা কিছু দুর্দান্ত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। আজকের প্রতিবেদনে তার সম্পর্কেই জেনে নেওয়া যাক।
advertisement
2/13
বড়-বড় স্বপ্ন এবং কঠোর পরিশ্রম: মকর রাশির জাতক-জাতিকাদের চোখে অনেক বড় বড় স্বপ্ন থাকে। আর তাঁরা সেগুলো বাস্তবায়িত করার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেন। তাঁদের লক্ষ্য সব সময় উপরের দিকে থাকে এবং তাঁরা সহজে হাল ছাড়েন না।
advertisement
3/13
বাস্তববাদী: মকর রাশির জাতক-জাতিকারা সাধারণত বাস্তববাদী এবং বুদ্ধিমান প্রকৃতির হন। পরিস্থিতি কঠিন হলেও তাঁরা ভাল সিদ্ধান্ত নিতে পারেন। বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা নিজেদের অনুভূতিকে বাধা হয়ে দাঁড়াতে দেন না। (Photo: AI/Representative Image)
advertisement
4/13
নির্ভরযোগ্যতা: মকর রাশির জাতক-জাতিকারা এমন ধরনের মানুষ, যাঁদের উপর অনায়াসে নির্ভর করা যেতে পারে। তাঁরা সর্বদা নিজেদের প্রতিশ্রুতি রাখেন এবং প্রয়োজনে বন্ধুবান্ধব এবং পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। (Photo: AI/Representative Image)
advertisement
5/13
আত্ম-নিয়ন্ত্রণে দক্ষতা: মকর রাশির জাতক-জাতিকারা খুবই সুশৃঙ্খল। তাঁরা সহজেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজেদের লক্ষ্যের উপর মনোনিবেশ করতে পারেন, এমনকী কঠিন সময়েও তাঁদের এই আচরণ বজায় থাকে।
advertisement
6/13
ধৈর্যশীলতা: মকর রাশির জাতক-জাতিকারা বোঝেন যে, ভাল কিছু ঘটার জন্য কিছুটা সময় লাগে। তাঁরা এমনিতে ধৈর্যশীল এবং কঠিন সময়েও সহজে হাল ছেড়ে দেন না। (Representative Image)
advertisement
7/13
ভাল নেতৃত্ব প্রদানের ক্ষমতা: মকর রাশির জাতক-জাতিকারা স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দানের ক্ষমতার অধিকারী হন। কীভাবে কঠোর পরিশ্রম করতে হয় এবং কীভাবে অন্যদেরও একই কাজ করার জন্য অনুপ্রাণিত করতে হয়, সেটাও তাঁরা ভালই জানেন।
advertisement
8/13
অত্যন্ত সুসংগঠিত: মকর রাশির জাতক-জাতিকারা নিজেদের জিনিসপত্র ঠিকঠাক রাখার ক্ষেত্রে সত্যিই ভাল। তাঁরা নিজেদের সময়ের পরিকল্পনা এবং পরিচালনা করার ক্ষেত্রেও খুবই ভাল।
advertisement
9/13
অর্থের ক্ষেত্রেও ভাল: মকর রাশির জাতক-জাতিকারা নিজেদের অর্থের বিষয়েও বেশ সচেতন। কীভাবে সঞ্চয় করতে হয় এবং বুদ্ধি খাটিয়ে ব্যয় করতে হয়, সেটা তাঁরা জানেন। তাই তাঁদের ভবিষ্যৎ নিরাপদ হয়।
advertisement
10/13
হাস্যরসে ভরপুর: মকর রাশির জাতক-জাতিকাদের দেখে বেশ সিরিয়াস বলে মনে হতে পারে, কিন্তু তাঁরা হাসতেও ভালবাসেন! আসলে তাঁদের হাস্যরসের অনুভূতি দুর্দান্ত এবং তাঁরা বিভিন্ন বিষয়ের মজাদার দিকটি অনায়াসে খুঁজে নিতে পারেন।
advertisement
11/13
অনুগত বন্ধু হিসেবে দারুণ: মকর রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকেন। পরিস্থিতি যা-ই হোক না কেন, সব সময় নিজেদের বন্ধুদের পাশে থাকেন।
advertisement
12/13
সংক্ষেপে, মকর রাশির জাতক-জাতিকারা বেশ দুর্দান্ত! তাঁরা কঠোর পরিশ্রম করেন, বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেন এবং সর্বদা নিজেদের বন্ধুবান্ধব ও পরিবারের জন্য থাকেন। এই সমস্ত দুর্দান্ত গুণাবলী রয়েছে বলেই মকর রাশির জাতক-জাতিকারা জীবনে এত সফল হয়ে থাকেন।
advertisement
13/13
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Capricorn: রাশিচক্রের দশম রাশিতে জন্ম? তাহলে আপনার মধ্যে এই সমস্ত বিশেষ গুণ থাকবেই থাকবে, জেনে নিন মকর রাশির জাতক-জাতিকারা কেমন হন