TRENDING:

Budhaditya Rajyog: আর কিছু দিন কাটিয়ে দিতে পারলেই, ৫ বছর বাদে ভদ্র মহাপুরুষ আর বুধাদিত্য রাজযোগে ৩ রাশির জীবনে সোনালি সময়! পদে পদে মিলবে সাফল্য-উন্নতি

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জুন মাসে গ্রহদের রাজকুমার বুধ এবং গ্রহদের রাজা সূর্য বুধাদিত্য যোগ স্থাপন করতে চলেছে। এছাড়াও, এই ভদ্র মহাপুরুষ রাজযোগও তৈরি হবে।
advertisement
1/6
আর কিছু দিন কাটিয়ে দিতে পারলেই, ৫ বছর বাদে ভদ্র মহাপুরুষ আর বুধাদিত্য রাজযোগে ৩ রাশির জীবন
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে কিছু সময় অন্তর প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এই রাশি পরিবর্তনের ফলে বেশ কিছু শুভ যোগের সৃষ্টি হয়। এই শুভ যোগের প্রভাব মানবজীবন তথা দেশ দুনিয়া প্রতিটি জায়গাতেই দেখা যায়।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জুন মাসে গ্রহদের রাজকুমার বুধ এবং গ্রহদের রাজা সূর্য বুধাদিত্য যোগ স্থাপন করতে চলেছে। এছাড়াও, এই সোয় ভদ্র মহাপুরুষ রাজযোগও তৈরি হবে। ফলে বেশ কিছু রাশির জীবনে খুশির হাওয়া বইতে পারে।
advertisement
3/6
বৃষ রাশিভদ্র যোগ এবং বুধাদিত্য রাজযোগের ফলে এই রাশির জাতক/জাতিকাদের সুপ্রভাব বজায় থাকবে। এই সময় আপনার জীবনে আকস্মিক ধনলাভ হবে। এই সময়ে আপনার জীবনে পদ-প্রতিষ্ঠা এবং মান-সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
4/6
কন্যা রাশিআপনাদের জন্য ভদ্র এবং বুধাদিত্য রাজযোগের ফলে ব্যবসার জন্য শুভ থাকবে। এই সময় আপনার আকস্মিক ধনলাভ হতে পারে। এছাড়াও এই সময় সবাই আপনার কথা শুনবে। একই সঙ্গে এই সময় আপনার বিশেষ লাভ হতে চলেছে। মিডিয়া, মার্কেটিং এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সফলতা আসবে। বেকারদের এই সময় শুভ যোগ রয়েছে। এই সময় আর্থিক উন্নতি হতে চলেছে।
advertisement
5/6
মিথুন রাশিএই রাশির জাতক/জাতিকাদের বুধাদিত্য রাজযোগের ফলে সুখের সময় কাটবে। কারণ এই সময় আপনার ব্যক্তিত্বে পরিবর্তন আসবে। এছাড়াও এই সময় আপনি বিনিয়োগে সাফল্য পাবেন। বৈবাহিক জীবন সুন্দর কাটবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আর্থিক যোজনায় সফল হবেন। এছাড়াও আপনার ইচ্ছাপূরণ হতে চলেছে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budhaditya Rajyog: আর কিছু দিন কাটিয়ে দিতে পারলেই, ৫ বছর বাদে ভদ্র মহাপুরুষ আর বুধাদিত্য রাজযোগে ৩ রাশির জীবনে সোনালি সময়! পদে পদে মিলবে সাফল্য-উন্নতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল