Astrology: কয়েক ঘণ্টার অপেক্ষা...শনিবারেই মহাশক্তিশালী যোগ তৈরি করবে বুধ-বৃহস্পতি! কপাল খুলবে মিথুন-সহ ৩ রাশির, শুরু হবে ভাগ্যের সোনালী সময়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Budh Guru gochar Navapancham Yog Rashifal: মহাশক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এতে সবচেয়ে বেশি লাভবান হবে ৩ টি রাশির জাতক জাতিকা৷
advertisement
1/9

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুই অন্যতম শক্তিশালী গ্রহ হল বুধ এবং বৃহস্পতি৷ এই দুই গ্রহের স্থান পরিবর্তন বা গোচরের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে ১২ টি রাশির জাতক জাতিকাদের জীবনে৷ শুভ প্রভাবে খুলে যায় কপাল৷
advertisement
2/9
শনিবার সন্ধ্যাতেই বিশেষ যোগ তৈরি করতে চলেছে এই দুই গ্রহ৷ বুধ এবং বৃহস্পতির মিলনে তৈরি হবে শক্তিশালী নবপঞ্চম যোগ৷ নবপঞ্চম যোগকে বৈদিক জ্যোতিষে খুবই শুভ যোগ হিসেবে ধরা হয়।
advertisement
3/9
দ্রিক পঞ্চাং অনুযায়ী, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২-এ বুধ এবং বৃহস্পতি মহাশক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করবে। এই সময়ে দেবগুরু বৃহস্পতি বুধের মিথুন রাশিতে থাকবে।
advertisement
4/9
মহাশক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এতে সবচেয়ে বেশি লাভবান হবে ৩ টি রাশির জাতক জাতিকা৷ টাকার সঙ্কট দূর হতে পারে৷ সমস্ত কাজেই ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে৷
advertisement
5/9
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে নবপঞ্চম যোগে৷ অনেক দিক থেকে টাকার আগমন হতে পারে। আটকে থাকা টাকা পাওয়া যেতে পারে এবং কেরিয়ার আগের থেকে ভাল হতে পারে। কর্মস্থলে জাতকদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। ব্যবসায় বড় লাভ বা বড় ডিল হাতে আসতে পারে।
advertisement
6/9
কন্যা রাশি: কন্যা রাশি জাতক জাতিকাদের জন্যও ভাল নিয়ে আসবে বুধ এবং বৃহস্পতির মহাশক্তিশালী নবপঞ্চম যোগ৷ আয়ের নতুন উৎস খুলতে পারে।
advertisement
7/9
অর্থনৈতিকভাবে জাতকদের অবস্থা ভাল হতে পারে এবং চাকরিতে সিনিয়রের পুরো সাপোর্ট পাওয়া যেতে পারে। পরিবারে বড় দায়িত্ব নিতে হতে পারে। ব্যবসায় বড় লাভ হতে পারে এবং বাড়িতে খুশির পরিবেশ তৈরি হতে পারে।
advertisement
8/9
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের উপরও বুধ-বৃহস্পতি নবপঞ্চম যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। সৌভাগ্য বাড়বে এবং টাকার লাভের রাস্তা খুলবে।
advertisement
9/9
কম চেষ্টায় বড় সাফল্য পাওয়া যেতে পারে। কেরিয়ারে উন্নতির নতুন রাস্তা খুলতে পারে। স্থাবর সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। সমাজে সম্মান বাড়তে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: কয়েক ঘণ্টার অপেক্ষা...শনিবারেই মহাশক্তিশালী যোগ তৈরি করবে বুধ-বৃহস্পতি! কপাল খুলবে মিথুন-সহ ৩ রাশির, শুরু হবে ভাগ্যের সোনালী সময়