Budh Gochar: আর কয়েকঘণ্টা... বক্রী হচ্ছে বুধ, কাঁপবে বিশ্ব-ব্রহ্মাণ্ড, ভয়ঙ্কর দুঃসময় ৪ রাশির, যেতে পারে চাকরি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Budh Gochar: বুধ বক্রী হতে চলেছে৷ ১৯ দিন ধরে চলছে দুঃসময়৷ কোন রাশির জন্য খারাপ সময় আসতে চলেছে
advertisement
1/7

২৬ নভেম্বর বুধবার, থেকেই হঠা‍‍ৎ করে বক্রী হতে চলেছে বুধ৷ বুধের এই বিপরীত গতিই কর্মজীবন থেকে পারিবারিক জীবন সর্বত্র সমস্যায় ফেলবে চার রাশিকে৷ ১৯ দিন ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত হতে চলেছে তাঁরা৷ জ্যোতিষী বৈদ্যনাথ জানালেন সেই সেই চার রাশির নাম৷
advertisement
2/7
২৬ নভেম্বর, সকাল ০৭ টা ৩৯ মিনিটে, বুধ বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী হবে। জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধিমত্তার জন্য কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটি ব্যবসা, বাণিজ্য, বুদ্ধিমত্তা এবং বক্তৃতার জন্যও কারক গ্রহ। তাই বুধের বক্রি হওয়া বেশ কিছু রাশির জন্য একেবারেই সুখবর নয়৷
advertisement
3/7
মেষ রাশিবুধের বক্রী হওয়ার ফলে এই রাশির জাতক-জাতিকারা আগামী ১৯ দিন প্রভুত সমস্যার সম্মুখীন হতে চলেছেন৷ এই সময় আপনার কর্মক্ষেত্রে চাপ প্রবল বৃদ্ধি পাবে৷ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে৷
advertisement
4/7
মিথুন রাশিমিথুন রাশির জাতক-জাতিকাদের এই ১৯ দিন ধরে পারিবারের নানা রকম সমস্যায় জর্জরিত হতে হবে৷ এর ফলে তাণদের কর্মজীবনে নানা রকম সমস্যা আসতে পারে৷ বেশ কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আপনাদের৷ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হতে পারে৷ বিশেষ করে স্বাস্থ্যের দিকে এই সময়টাতে নজর দিন৷ এই সম পেট সংক্রান্ত নানা রকম সমস্যা হতে পারে৷
advertisement
5/7
কর্কট রাশিবুধের এই চলনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা৷ কাছের লোক বিশ্বাসে আঘাত হানবে৷ এর ফলে মানুষের প্রতি আস্থা কমে যেতে পারে৷ পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে পারবেন না৷ আপনার অহংকার সম্পর্কে ক্ষতি করতে পারে৷
advertisement
6/7
সিংহ রাশিএই রাশির জাতক-জাতিকারাও নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন৷ বিশেষ করে চাকরিক্ষেত্রে সন্তোষজনক ফল লাভ করবেন না৷ ব্যবসা থাকলে, তাও এই সময়ের জন্য খুবটা অনুকূল অবস্থায় থাকবে না৷ আপনার ব্যবসার পার্টনারের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে৷ স্বাস্থ্যের দিক থেকেও বুধের এই চলন আপনাকে ভোগাবে৷ ফলে আপনার পায়ে ব্যথা ও টানের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন৷
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar: আর কয়েকঘণ্টা... বক্রী হচ্ছে বুধ, কাঁপবে বিশ্ব-ব্রহ্মাণ্ড, ভয়ঙ্কর দুঃসময় ৪ রাশির, যেতে পারে চাকরি