Budh Gochar 2023: আগামী সপ্তাহেই কুম্ভ রাশিতে গোচর করছে বুধ! বুধাদিত্য রাজ যোগে বদলে যাবে ভাগ্য! সুখ-সমৃদ্ধি পাবে এই ৫ রাশির জাতক-জাতিকার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Budh Gochar 2023 Zodiac Effects: আগামী ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৫৫ মিনিটে কুম্ভ রাশিতে গমন করবেন বুধ। ফলে সেই সময় থেকে আগামী ১৬ মার্চ সকাল পর্যন্ত শনির রাশি কুম্ভেই অবস্থান করবে। এর পরে ১৬ মার্চ সকাল ১০টা ৫৪ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে।
advertisement
1/8

আগামী সপ্তাহেই সমস্ত গ্রহের রাজকুমার বুধের রাশি পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমানে বুধ মকর রাশিতে অবস্থান করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৫৫ মিনিটে কুম্ভ রাশিতে গমন করবেন বুধ। ফলে সেই সময় থেকে আগামী ১৬ মার্চ সকাল পর্যন্ত শনির রাশি কুম্ভেই অবস্থান করবেন। এর পরে ১৬ মার্চ সকাল ১০টা ৫৪ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন।
advertisement
2/8
এদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে বুধের গোচর সূর্যের সঙ্গে একটি শুভ সংযোগ তৈরি করছে। যার জেরে বুধাদিত্য রাজ যোগ তৈরি হতে চলেছে। আর এই যোগের কারণে ৫টি রাশির জাতক-জাতিকারা ব্যবসা-বাণিজ্য, চাকরিবাকরি এবং আয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
advertisement
3/8
শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি বলছেন যে, বুধের গোচরের শুভ প্রভাব পড়তে চলেছে মেষ, বৃষ, মিথুন, তুলা এবং ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে। ভাগ্য পরিবর্তন ঘটবে তাঁদের। জেনে নেওয়া যাক, বুধাদিত্য রাজ যোগের প্রভাব কেমন ভাবে এই রাশিগুলির উপর পড়বে।
advertisement
4/8
মেষ: বুধের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে। এই সময়ে আর্থিক বিষয়ে সাফল্য আসবে। কোনও অর্থ সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়লে চিন্তা করার প্রয়োজন নেই। কারণ সিদ্ধান্ত এই রাশির জাতক-জাতিকাদের অনুকূলেই আসবে। ব্যবসায়ীদের অগ্রগতি হবে। কাজের সম্প্রসারণের প্রস্তাবও আসতে পারে।
advertisement
5/8
বৃষ: কুম্ভ রাশিতে বুধের গোচর বৃষ রাশির জন্য শুভ বলে গণ্য হবে। ব্যবসায় তুমুল সাফল্য আসবে। লাভের দারুন সুযোগ আসবে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক লাভের সুযোগও আসবে। চাকরিজীবীদের নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এই রাশির জাতক-জাতিকার কাজ প্রশংসিত হবে। দাম্পত্য জীবনেও সুখ-সমৃদ্ধি আসবে।
advertisement
6/8
মিথুন: বুধাদিত্য রাজ যোগের কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় থাকবে। চাকরিজীবীদের জন্য সুসময় আসছে। জীবনে উন্নতি হবে এবং অর্থনৈতিক দিকও শক্তিশালী হবে। মনের ইচ্ছা পূরণ হবে। পুজো-পাঠে মগ্ন থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় বিনিয়োগ করলে লাভ আসবে।
advertisement
7/8
তুলা: বুধের গোচরের কারণে এই রাশির জাতক-জাতিকার আয় বাড়বে। এই কারণে আগের তুলনায় আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে। শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সুখবর পেতে পারেন। ব্যবসায় করা পদক্ষেপ সাফল্য বয়ে আনবে। মানসিক শান্তিও বজায় থাকবে।
advertisement
8/8
ধনু: বুধের রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকারা নিজেদের বাচনভঙ্গির মাধ্যমে অন্যদের উপর প্রভাব ফেলতে পারবেন। তবে তাড়াহুড়ো করলে চলবে না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। চাকরিজীবীদের পদমর্যাদা ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সহকর্মীদের থেকে সহযোগিতাও মিলবে। দক্ষতা এবং জ্ঞানের সঙ্গে কাজ করতে পারবেন, ফলে প্রশংসাও জুটবে প্রচুর।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar 2023: আগামী সপ্তাহেই কুম্ভ রাশিতে গোচর করছে বুধ! বুধাদিত্য রাজ যোগে বদলে যাবে ভাগ্য! সুখ-সমৃদ্ধি পাবে এই ৫ রাশির জাতক-জাতিকার