Budh Gochar 2023: মীন রাশিতে প্রবেশ করেছেন বুধ! এই গোচর ৫ রাশির জাতক-জাতিকার জীবনে আনবে শুভ সময়
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Budh Gochar 2023: মীন রাশিতে বুধের গোচর ৫টি রাশির জন্য উপকারী হতে পারে। ওই সব রাশির জাতক-জাতিকাদের সম্পদ, বিনিয়োগ, ব্যবসা এবং খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে বিশদে জানা যাক।
advertisement
1/7

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজপুত্র বলে গণ্য করা হয় বুধ গ্রহকে। ১৬ মার্চ, ২০২৩ তারিখে সকাল ১০টা ৫৪ মিনিটে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন বুধ। এর পর মীন রাশিতে সূর্যের সঙ্গে বুধের মিলন ঘটবে। কারণ ১৫ মার্চ, ২০২৩ তারিখেই মীন রাশিতে গোচর করেছেন সূর্যদেব। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ দুপুর পর্যন্ত মীন রাশিতে থাকবেন বুধ। এর পরে ওই দিন দুপুর ৩টে ০১ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন।
advertisement
2/7
কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, পুরীর জ্যোতিষাচার্য ড. গণেশ মিশ্র ব্যাখ্যা করেছেন যে, মীন রাশিতে বুধের গোচর ৫টি রাশির জন্য উপকারী হতে পারে। ওই সব রাশির জাতক-জাতিকাদের সম্পদ, বিনিয়োগ, ব্যবসা এবং খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে বিশদে জানা যাক।
advertisement
3/7
বৃষ রাশি: মীন রাশিতে বুধের গোচরের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বন্ধুর থেকে সাহায্য মিলবে। বিনিয়োগের জন্যও সময়টা ভাল, যা ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে। এই রাশির জাতক-জাতিকার যশ-খ্যাতি বৃদ্ধি পাবে। কোনও পুরষ্কার কিংবা সম্মান-স্বীকৃতি পাওয়ারও যোগ রয়েছে।
advertisement
4/7
কর্কট রাশি: বুধের গোচর কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বিদেশ ভ্রমণ যোগ তৈরি করতে পারে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল। কারণ ব্যবসা সম্প্রসারণ হতে পারে। ধর্মীয় কাজে নিয়োজিত থাকতে পারবেন।
advertisement
5/7
বৃশ্চিক রাশি: বুধের গোচরের ফলে ব্যবসায়ীরা লাভবান হবেন। বড় বিনিয়োগ হতে পারে কিংবা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে। যেটা এই রাশির জাতক-জাতিকার জন্য ভাল হিসেবে প্রমাণিত হতে পারে। তবে এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। মনের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন।
advertisement
6/7
মকর রাশি: বুধের গোচরের ফলে যাঁরা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। এমনকী তাঁদের প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকরিজীবীরা নিজেদের কাজে সাফল্য পাবেন। এই সময়ে প্রভাব বাড়বে। সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করতেও সফল হবেন।
advertisement
7/7
মীন রাশি: মীন রাশিতে বুধের প্রবেশ ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হবে। যদিও অনেকেই এঁদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলিকে ‘অদ্ভুত’ বলে মনে করতেই পারেন। কথার মাধ্যমেই কাজ হাসিল হবে। বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের সেই সম্পর্কের অগ্রগতি ঘটবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar 2023: মীন রাশিতে প্রবেশ করেছেন বুধ! এই গোচর ৫ রাশির জাতক-জাতিকার জীবনে আনবে শুভ সময়