Budh Gochar 2023: বুধের মকরে গোচর নিয়ে আসছে শুভাশুভ ফল! কাদের ভাগ্য উজ্জ্বল হবে দেখে নিন এখনই
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Budh Gochar 2023 February: বুধের মকর রাশিতে গমন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে, আবার কিছু রাশির জাতক-জাতিকাদের এর জন্য বিশেষ কষ্ট ভোগ করতে হতে পারে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা বুধের গোচরে লাভবান হতে পারেন।
advertisement
1/6

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর অন্তর গোচর করে। আমাদের গ্রহচক্রের নবগ্রহের মধ্যে বুধকে রাজকুমার বলে গণ্য করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি বুধ ধনুরাশি থেকে বের হয়ে শনির রাশি মকরে প্রবেশ করতে চলেছে। বুধের মকর রাশিতে গমন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে, আবার কিছু রাশির জাতক-জাতিকাদের এর জন্য বিশেষ কষ্ট ভোগ করতে হতে পারে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা বুধের গোচরে লাভবান হতে পারেন।
advertisement
2/6
বৃষ রাশি- জ্যোতিষীদের মত অনুসারে বুধের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ক প্রমাণিত হতে পারে। এই সময়ের মধ্যে জাতক-জাতিকারা সুখবর পেতে পারেন। তাঁদের ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় স্বাস্থ্যও ভাল থাকবে এবং জাতক-জাতিকারা সৌভাগ্যের অধিকারী হবেন।
advertisement
3/6
মিথুন রাশি- মকর রাশিতে বুধের স্থানান্তর মিথুন জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। বৈবাহিক জীবন সুখের হবে। প্রতিটি কাজের পিতার সাহায্য মিলবে। পরিবারে কোনও মঙ্গলময় অনুষ্ঠান হতে পারে। এই সময় জীবন আনন্দদায়ক হবে।
advertisement
4/6
কন্যা রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। তাঁরা আর্থিক ভাবে অত্যন্ত লাভবান হবেন। আর্থিক বিষয়ে কোনও সমস্যা থাকলে তারও সমাধান হবে। মনের সমস্ত ইচ্ছে এই সময় পূরণ হবে। জীবনসঙ্গীর সঙ্গেও জীবন সুখের হবে।
advertisement
5/6
মকর রাশি- বুধ মকর রাশিতেই অবস্থান করতে চলেছেন, ফলে এই রাশির জাতক-জাতিকাদের ওপর বুধের শুভ প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। এই সময় শত্রুরা পরাজিত হবে। জাতক-জাতিকাদের ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কেরিয়ারে উন্নতির যোগও রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদাধিকারীদের সাহায্য মিলবে।
advertisement
6/6
মীন রাশি- মীন জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর শুভ ফল বয়ে আনতে চলেছে। জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ পাবেন। যাঁরা চাকরির খোঁজে ছিলেন তাঁরা চাকরি পেতে পারেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar 2023: বুধের মকরে গোচর নিয়ে আসছে শুভাশুভ ফল! কাদের ভাগ্য উজ্জ্বল হবে দেখে নিন এখনই