Satyanarayan Puja on Buddha Purnima: বুদ্ধপূর্ণিমায় সত্যনারায়ণপুজো করবেন? জানুন সঠিক মুহূর্ত! এই সময়ে পুজো করলে সেরা ফল পাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Satyanarayan Puja on Buddha Purnima: আগামী ২৩ মে, বৃহস্পতিবার পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা। সেদিনও অনেক পরিবারে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ পুজো। জেনে নিন তার পূর্ণাঙ্গ সময়সূচি।
advertisement
1/6

গৃহপ্রবেশ-সহ অন্যান্য শুভ উপলক্ষ এবং পূর্ণিমাতিথিতে বাঙালি গৃহস্থবাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। অনেক পরিবারের প্রতি পূর্ণিমা তিথিতে এই ব্রত পালনের রীতি আছে। আবার অন্যান্য পরিবারে সত্যনারায়ণ ব্রত পালন করা হয় বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে।
advertisement
2/6
আগামী ২৩ মে, বৃহস্পতিবার পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা। সেদিনও অনেক পরিবারে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ পুজো। জেনে নিন তার পূর্ণাঙ্গ সময়সূচি।
advertisement
3/6
এ বছর বুদ্ধপূর্ণিমা বৈশাখমাস পড়েনি। পড়েছে জ্যৈষ্ঠমাসে। এই শুভ তিথি শুরু হবে ২২ মে বা ৮ জ্যৈষ্ঠ সন্ধ্যা ৭.০৪ মিনিট থেকে। বুদ্ধপূর্ণিমা থাকবে ২৩ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৮ মিনিট পর্যন্ত।
advertisement
4/6
এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণপুজো করার সময় ২২ মে, বুধবার সন্ধ্যা ৬.১১ মিনিট থেকে রাত ৭.৪৭ মিনিট পর্যন্ত। সত্যনারায়ণের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে। সেগুলি সম্বন্ধে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
5/6
এই পুজো করার জন্য সব সময় পূর্ব বা উত্তরদিকে মুখ করে বসুন। পুজোয় নিবেদন করুন চরণামৃত, পান, তিল, সুপারি, সিঁদুর, ফুল, দূর্বা এবং ফলপ্রসাদ।
advertisement
6/6
পুজো শেষে বিতরণ করুন সিন্নি ও ফলপ্রসাদ। পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Satyanarayan Puja on Buddha Purnima: বুদ্ধপূর্ণিমায় সত্যনারায়ণপুজো করবেন? জানুন সঠিক মুহূর্ত! এই সময়ে পুজো করলে সেরা ফল পাবেন