TRENDING:

Buddha Purnima: আজ বুদ্ধ পূর্ণিমায় ভুলেও খাবেন না এই ৫ সবজি, ৩ মশলা! সংসারে নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া! রাতে এই ছোট্ট কাজে সংসারে অর্থ ও সৌভাগ্যের বর্ষা

Last Updated:
Buddha Purnima: পূর্ণিমার উপবাস থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের পর চন্দ্রোদয় পর্যন্ত৷ এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়৷ এই তিথিতে কিছু নিয়ম পালন করলে সংসার থেকে সব বাধাবিঘ্ন দূর হয়ে উপচে পড়ে ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য
advertisement
1/8
আজ বুদ্ধ পূর্ণিমায় খাবেন না এই ৫ সবজি, ৩ মশলা! সংসারে নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া
সনাতন মত এবং প্রচলিত বিশ্বাস মতে বুদ্ধ পূর্ণিমা বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ এই তিথিতে গন্ধেশ্বরী পুজো, লক্ষ্মী নারায়ণ পুজো, সত্যনারায়ণ ব্রত পালন করা হয়৷
advertisement
2/8
পূর্ণিমার উপবাস থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের পর চন্দ্রোদয় পর্যন্ত৷ এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়৷ এই তিথিতে কিছু নিয়ম পালন করলে সংসার থেকে সব বাধাবিঘ্ন দূর হয়ে উপচে পড়ে ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য৷
advertisement
3/8
মনে করা হয় এই পুণ্যতিথিতে কিছু খাবার গ্রহণ করা বর্জনীয়৷ এইগুলি গ্রহণ করলে সংসারে নেমে আসবে অশুভ কালো ছায়া৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
4/8
সাত্ত্বিক আহার হিসেবে গ্রহণ করতে পারেন সাবুদানা, পদ্মবীজ বা মাখানা, ফলাহারের মতো খাবার৷ গ্রহণ করতে পারেন দুধ এবং দুগ্ধজাত খাবার৷
advertisement
5/8
কিছু সবজি এই তিথিতে গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷ বেগুন, মুলো, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি বর্জন করুন পূর্ণিমা তিথিতে৷
advertisement
6/8
এদিন রান্নায় গরমমশলা, হিং, শুকনো লঙ্কার মতো উপকরণ একদমই দেবেন না৷ এই উপকরণগুলি এদিন গ্রহণও করবেন না৷
advertisement
7/8
সাধারণ লবণের বদলে এই তিথিতে খান সৈন্ধব লবণ৷ এড়িয়ে চলুন প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার৷
advertisement
8/8
বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় ঠাকুরঘরে প্রজ্বলন করুন ঘি বা সর্ষের তেলের প্রদীপ৷ দেখুন, যাতে পূর্ণিমা তিথি যত ক্ষণ থাকে, তত ক্ষণ যেন এই প্রদীপ প্রজ্বলিত থাকে৷ এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের বৃষ্টি হবে সব সময়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Buddha Purnima: আজ বুদ্ধ পূর্ণিমায় ভুলেও খাবেন না এই ৫ সবজি, ৩ মশলা! সংসারে নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া! রাতে এই ছোট্ট কাজে সংসারে অর্থ ও সৌভাগ্যের বর্ষা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল